×

খেলা

উরুগুয়ে-ব্রাজিল মুখোমুখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৮, ০৪:৫০ পিএম

উরুগুয়ে-ব্রাজিল মুখোমুখি
ক্লাব ফুটবলের বন্ধের সময়ে চলছে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের খেলা। আর আজ প্রীতি ম্যাচে দক্ষিণ আমেরিকার দুই দেশ একে অপরের মোকাবেলা করবে। ইংল্যান্ডের এমিরেটস স্টেডিয়ামে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে। এ ছাড়াও দিনের অন্যান্য ম্যাচে পেরু-ইকুয়েডর, জাপান-ভেনেজুয়েলা এবং সৌদি আরব-ইয়েমেন একে অপরের মোকাবেলা করবে। ২১ নভেম্বর ক্যামেরুনের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে তিতের শিষ্যরা। এই সপ্তাহে আর্জেন্টিনাও দুটি ম্যাচ খেলবে। ১৭ ও ২১ নভেম্বর মেক্সিকোর মোকাবেলা করবে দুবারের বিশ^চ্যাম্পিয়নরা। ১৮ নভেম্বর বসনিয়া ও হার্জোগোভোনিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। আর ২০ নভেম্বর ইতালি-আমেরিকা এবং ফ্রান্স-উরুগুয়ে একে অপরের বিপক্ষে মাঠে নামবে। কিছু দিনের জন্য বন্ধ রয়েছে ক্লাব ফুটবলের খেলাগুলো। চলছে আন্তর্জাতিক প্রীত ম্যাচের সপ্তাহ। গতকাল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আমেরিকার বিপক্ষে মাঠে নামে ইংল্যান্ড। আজও বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে দুবারের বিশ^চ্যাম্পিয়ন উরুগুয়ে। রাশিয়া বিশ^কাপে দুদলের কেউই তেমন সুবিধা করতে পারেনি। শিরোপার স্বপ্ন নিয়ে খেলতে গিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে কোচ তিতের শিষ্যদের। আর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরেছে উরুগুয়ে। রাশিয়া বিশ^কাপের পরে এ পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে ৫ বারের বিশ^চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আমেরিকাকে হারিয়েছে ২-০ গোলে। এল সালভাদর এবং সৌদি আরবের বিপক্ষে যথাক্রমে ৫-০ এবং ২-০ গোলের ব্যবধানে জয় পায় সেলেকাওরা। চিরপ্রতিদ্ব›দ্বী আর্জেন্টিনাও জিততে পারেনি। দুবারের বিশ^চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। অন্যদিকে ফিফা বিশ^কাপের ২১তম আসরের পর ৩টি ম্যাচ খেলেছে উরুগুয়ে। যেখানে ১টি জয়ের বিপরীতে হেরেছে ২টি ম্যাচে। ৮ সেপ্টেম্বর মেক্সিকোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুয়ারেজ-কাভানিরা। কিন্তু পরের দুই ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী দুই এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে হেরেছে উরুগুয়ে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ এবং জাপানের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে দুবারের বিশ^চ্যাম্পিয়নরা। তাই বলাই যায়, অনেক খারাপ সময় কাটাচ্ছে উরুগুয়ে। ফিফা র‌্যাঙ্কিংয়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। বেলজিয়াম এবং ফ্রান্সের পরে তৃতীয় স্থানে রয়েছে তিতের শিষ্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App