×

জাতীয়

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচার করতে হবে : জাপা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৮ পিএম

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিচার করতে হবে : জাপা
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, বিএনপি অফিসের সামনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। বৃহস্পতিবার পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের লিয়াজোঁ কমিটির সভায় তিনি এ কথা বলেন। নয়াপল্টনে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের পরিচয় প্রকাশের দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব। রুহুল আমিন হাওলাদার বলেন, নির্বাচনকে বানচাল করতে এবং নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচন কমিশনকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে জাতীয় পার্টি সার্বিক সহায়তা করবে। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, যুগ্ম মহাসচিব স ও ম আবদুস সামাদ, ও এম এ মোমেন, কেন্দ্রীয় নেতা মাওলানা মাসুদ হোসাইন আল কাদরী ও ইসলাম উদ্দিন দুলাল, বিএনএর চেয়ারম্যান সেকান্দার আলী মনি, বিএনএর মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান, বিএনএর প্রধান সমন্বয়কারী আখতার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনী, সাংগঠনিক সম্পাদক মুফতি শারাফাত হোসেন, অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। জাপার প্রেসিডিয়াম মেম্বার হলেন মাসুদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহের এক দিনের মধ্যেই এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার করেছেন দলটির চেয়ারম্যান ও প্রাক্তন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের গঠনতন্ত্রের ২০/১/ক ধারার ক্ষমতাবলে তিনি এ সিদ্ধান্ত নেন বলে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বারের পাশাপাশি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ৪৪৭ মনোনয়নপত্র বিতরণ : একাদশ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার জাতীয় পার্টির ৪৪৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ নিয়ে পাঁচ দিনে মোট ২ হাজার ৮৬৫টি মনোনয়নপত্র বিক্রি করা হলো। বৃহস্পতিবার প্রাক্তন এমপি নওয়াব আলী খান আব্বাস, মাই টিভির চেয়ারম্যান নাছির উদ্দিন সাথীসহ ৪৪৭ জন মনোনয়নপত্র কিনেছেন। এদিকে, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, অ্যাডভোকেট শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মশিউর রহমান রাঙা, লিয়াকত হোসেন খোকা, তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, মাসুদ উদ্দিন চৌধুরী, আলমগীর শিকদার লোটনসহ কয়েকশ নেতাকর্মী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App