×

খেলা

পঞ্চমবারের মতো পিচিচি ট্রফি জিতলেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:২৯ পিএম

পঞ্চমবারের মতো পিচিচি ট্রফি জিতলেন মেসি
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ক্যারিয়ারে সাফল্য ও পুরস্কারের কোনো কমতি নেই। মেসির পুরস্কারের তালিকায় এবার যুক্ত হলো আরো ২টি ট্রফি। পিচিচি ট্রফি ও আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি জিতেছেন তিনি। স্প্যানিশ লা লিগার গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ায় পিচিচি ট্রফি জিতেছেন আর্জেন্টাইন তারকা। স্পেনের জনপ্রিয় ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম মার্কার পক্ষ থেকে প্রদান করা এই পুরস্কারটি গতকাল মেসির হাতে তুলে দেয়া হয়। এ জন্য আয়োজন করা হয়েছিল জমজমাট এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। স্প্যানিশ লা লিগার প্রতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাকে দেয়া হয় পিচিচি পুরস্কার। মোট ৩৪ গোল নিয়ে লা লিগার গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকায় এবার এ ট্রফি জিতলেন বার্সা ফরোয়ার্ড। মেসির হাতে ট্রফি তুলে দেন মার্কার পরিচালক হুয়ান এগনাচিও গায়ার্দো। এ নিয়ে ক্যারিয়ারে মোট পাঁচবার পিচিচি ট্রফি জিতলেন মেসি। পিচিচি ট্রফি ছাড়াও এদিন আলফ্রেডো ডি স্টেফানো ট্রফি জিতেছেন তিনি। যা স্পেনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে স্বীকৃত। উল্লেখ্য, এ নিয়ে ক্যারিয়ারে মোট ১৬০টি পুরস্কার জিতলেন মেসি। ক্যারিয়ারের পঞ্চমবারের মতো পিচিচি ট্রফি জেতার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, পূর্বের যে কোনো সময়ের চেয়ে লা লিগা এখন অনেক বেশি প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ। এখন শিরোপা জেতার মতো দলের সংখ্যা বেড়েছে। আমি চাই এটি অব্যাহত থাকুক। এরপর বার্সা ফরোয়ার্ড যোগ করেন, লা লিগায় গোল করাটা এখন অতীতের তুলনায় অনেক কঠিন। বিশে^র সেরা ডিফেন্ডাররাই এখানে খেলে। তাই সবচেয়ে বেশি গোলের স্বীকৃতি হিসেবে পিচিচি ট্রফি জিততে পেরে আমি সত্যিই আনন্দিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App