×

বিনোদন

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৪:১৭ পিএম

চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ২৫ জানুয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্টিত হবে ২০১৯ সালের ২৫ জানুয়ারি । আজ এমনটিই জানালেন সংগঠনটির বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজার। ২৮ ডিসেম্বর সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন হওয়ার কথা থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা পিছিয়ে দেয়া হয়েছে বলে জানান এ নির্মাতা। মুশফিকুর রহমান গুলজার বলেন, প্রথা অনুযায়ী নির্দিষ্ট তারিখে ভোট হওয়ার সূচি রেখেই আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। কিন্তু গত মঙ্গলবার অনুষ্ঠিত সমিতির পর্ষদ সভায় ভোটের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার তফসিল ঘোষণা করা হয়েছে। সব ঠিক থাকলে ২০১৯ সালের ২৫ জানুয়ারি নির্বাচনের ভোটগ্রহণ হবে। জানা গেছে, এবার সমিতির মোট ভোটার ৩৬৫ জন। আগামী ৩ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৪ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App