×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ইস্যুতে চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৮, ০৬:৫৫ পিএম

উত্তর কোরিয়া ইস্যুতে চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা চীন শিথিল করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন কংগ্রেশনাল কমিশনের এমন দাবির পরই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মধ্যেই কোরীয় সঙ্কট সমাধানে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সঙ্কট সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে রাশিয়া কাজ করে যাচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চলে স্থাপিত দক্ষিণ কোরিয়ার একটি নিরাপত্তা চৌকি গুঁড়িয়ে দেয় সিউল। পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত আন্তঃকোরীয় সম্মেলনে স্বাক্ষরিত সামরিক চুক্তি অনুযায়ী আরো ৪টি নিরাপত্তা চৌকি ধংস করবে তারা। ওই চুক্তিতে পরস্পরের ১০টি নিরাপত্তা চৌকি সরাতে একমত হয় দু'পক্ষ। আন্তঃকোরীয় সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্কোন্নয়ন জরুরি বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইন। সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পার্শ্ববৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় নেতার দ্বিতীয় বৈঠক, কোরীয় সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুন জে-ইন বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অব্যাহত চেষ্টায় উত্তর কোরিয়া আলোচনার টেবিলে এসেছে। কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আন্তঃকোরীয় সম্পর্কের পাশাপাশি উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রর মধ্যকার সম্পর্কোন্নয়নও জরুরি।’ এর মধ্যেই, চীনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ উঠেছে। বুধবার মার্কিন কংগ্রেশনাল কমিশনের এমন দাবির পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন-চীন বাণিজ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ কমিশন। প্রতিক্রিয়ায়, সবাইকে উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘উত্তর কোরিয়ার উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার প্রধান উদ্দেশ্য কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করা। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতার বৈঠকের পর সে লক্ষ্য অর্জনে বেশ অগ্রগতি হয়েছে। তবে এখনো অনেক কাজ বাকি। দুই নেতার পরবর্তী বৈঠক নিয়ে আলোচনা চলছে। সামনের দিনগুলোতে কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সিউলের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে।’ একই সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কোরীয় উপদ্বীপের পরমাণু সঙ্কট সমাধানে সবপক্ষের সঙ্গে কাজ করছে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App