×

খেলা

সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১২:৪৬ পিএম

সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
সালমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ক্যারিবীয় দ্বীপে চলমান নারী টি-টোয়েন্টি বিশ^কাপে আশা জাগিয়েও জয়ের দেখা পাচ্ছে না টাইগ্রেসরা। উদ্বোধনী দিনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ১০৬ রানে গুটিয়ে দিয়েও ম্যাচ জিততে পারেনি সালমারা। গতকাল দ্বিতীয় ম্যাচে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ে ফিরতে মরিয়া বাংলাদেশ। লঙ্কানরা দুই ম্যাচে অংশ নিয়ে এক পয়েন্ট সংগ্রহ করেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন সালমা বাহিনী সিংহলিজদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না। এশিয়ান সেরা শ্রীলঙ্কাকে হারিয়ে ছন্দে ফিরবে এমনটিই টাইগ্রেস সমর্থকদের প্রত্যাশা। গতকাল ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক নাইট। ব্যাট হাতে শুরুতেই সমস্যায় পড়ে লাল-সবুজের জার্সিধারীরা। দলীয় ২ রানেই ওপেনার শারমিন সুলতানা শূন্য রানে সাজঘরে ফিরে যান। দলীয় মাত্র এক রান যোগ হতেই ফারজানা হকও শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন। ইংলিশ মেয়েরা বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংও করেছে। যার ফলে ৪ টাইগ্রেস শূন্য রানে আউট হলে বড় সংগ্রহে ব্যর্থ হয় তারা। ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ৭৬ রান তুলতে সক্ষম হয় আঞ্জু জেইনের শিষ্যরা। ইংলিশদের হয়ে বল হাতে একাই ৩ উইকেট নেন ক্রিস্টি গরডোন। এ ছাড়া একটি করে উইকেট নেন নাটালি স্কিভার, আনয়া সবসোল, লিনসে স্মিথ ও সোফি একলেকটন। বাংলাদেশের ৭৬ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেন ওপেনার ড্যানিল ওয়েট। এরপর ৫১ রানে আরো দুটি উইকেট হারিয়ে জয়ে পৌঁছাতে বেগ পেতে হয়নি ইংলিশদের। তবে মাঝে বৃষ্টি বাধা আসায় ৬৪ রানেই ম্যাচ থেমে যায়। তবে বাংলাদেশের থেকে এগিয়ে থাকায় ডাক ওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয় পায় ইংল্যান্ড। টাইগ্রেসদের হয়ে বল হাতে ২টি উইকেট নেন সালমা খাতুন। এক উইকেট নেন খাদিজা তুল কুবরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App