×

খেলা

সাজঘরে ফিরে গেছেন ইমরুল-লিটন ও মুমিনুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৪৯ এএম

সাজঘরে ফিরে গেছেন ইমরুল-লিটন ও মুমিনুল
ঢাকা টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাশ। বুধবার সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০ রানেই সাজঘরে ফেরেন লিটন ও ইমরুল। তাদের দেখাদেখি আউট হয়ে গিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ার মুমিনুল হকও। ৭ রানে তিরিপানোর বলে ক্যাচ আউট হয়ে চলে গেলেন মুশফিকুর রহিমও। দুই ওপেনার ফিরে গেছেন কাইল জার্ভিসের দিনের পঞ্চম ওভারেই। আগের ইনিংসে বিশাল সংগ্রহের ভিত গড়ে দেওয়া মুমিনুলও ছিলেন একই দোষে দোষী। তিরিপানোর বলে গ্লাভসবন্দী হয়েছেন। বাংলাদেশ ১০ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। জার্ভিসের ওভারে অযথা বাইরের বল কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন ইমরুল। বল থেকে দূরে থাকার পরেও এমন অস্থিরতার খেসারত দিতে হয়েছে তাকে। ফিরে গেছেন ৩ রান করে। ‍এক বল বিরতি দিয়ে জার্ভিসের বলে ভেতরে ঢুকে পড়া বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন দাস। বিদায় নেন ৬ রানে। একই পদাঙ্ক অনুসরণ করেন মুমিনুল হকও। আগের ইনিংসে ১৬১ রান করা মুমিনুল তিরিপানোর বাইরের বলটাকে বিবেচনাহীন ভাবে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে দেন চাকাভাকে। ফিরে যান রানের খাতা খোলবার আগেই। প্রথম ইনিংসের চেয়ে আরও শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে টপ অর্ডার! আগের দিন জিম্বাবুয়েকে দিনের শেষ গুটিয়ে দেয় বাংলাদেশ। তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩০৪ রানে। ৫২২ রানে প্রথম ইনিংস ঘোষণা করা বাংলাদেশ পায় ২১৮ রানের লিড। আর একই দিন তৃতীয় স্পিনার হিসেবে টানা তিন ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App