×

জাতীয়

শেষ মুহুর্তে অালোচনায় জেনারেল মাসুদ চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০২:২৩ পিএম

শেষ মুহুর্তে অালোচনায় জেনারেল মাসুদ চৌধুরী
বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বিক্রি ও জমা কার্যক্রম মঙ্গলবার শেষ হয়েছে। বুধবার সকালে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সাক্ষাতকার গ্রহন করবেন সভানেত্রী শেখ হাসিনা। সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী-৩ আসন। ভোটার সংখ্যা প্রায় ৩লক্ষ ৯৫হাজার। মোট ভোটের ৬০% এবং নৌকা প্রতিকের ভোট ৬৫% (২০০৮এর নির্বাচনি ফলাফল অনুযায়ী) সোনাগাজীর। ফেনী-৩ আসনে সাবেক রাষ্ট্রদূত  লেঃ জেনারেল ( অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরি, সাংসদ হাজী রহিম উল্লাহ, সাবেক সাংসদ জয়নাল হাজারী,  যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অাবুল বাশার, মহিলা অাওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, অভিনেত্রী শমী কায়সার, সাবেক ছাত্রনেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, দিদারুল কবির রতন সহ ২৫ জন মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। কেন্দ্রে চলছে জোর লবিং। মাঠে চলছে প্রার্থীদের অতীত বর্তমান নিয়ে আলোচনা আর সমালোচনা। সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে ব্যাপক প্রচার প্রচারনা। ১/১১এর সময়ের সবচেয়ে আলোচিত সেনা কর্মকর্তা লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। যিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। ১/১১ পরবর্তি সময়ে সেনা সমর্থীত তত্বাবধায়ক সরকার আমলে তার উদ্যোগে সোনাগাজীসহ ফেনীতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে যা বর্তমানে ভোটারদের অালোচনায় উঠে আসছে। সোনাগাজী -মিরসরাই সিমানা নির্ধারন, নদীভাঙ্গন রোধে বাঁকা নদী সোজা করণ, ফেনী ক্যাডেট কলেজ স্থাপন, সোনাগাজী মডেল থানার ভবন নির্মান, সোনাগাজী ফায়ার স্ট্যাশন স্থাপন, রাস্তাঘাট পাকাকরণ ও বিদ্যুৎ লাইন সম্প্রসারনসহ বহু উন্নয়ন প্রকল্পের উদ্যোক্তা জেনারেল মাসুদ চৌধুরী। এছাড়া ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় সিনেট সদস্যদের নিয়ে বারবার সভা সেমিনার করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পক্ষে ইতিবাচক ধারনা তৈরিতে ভুমিকা রাখেন।
ভোটারদের আলোচনায় উঠে আসছে, গত ৫বছর ধরে সোনাগাজী ও দাগনভুঞায় আ.লীগের চলমান দ্বন্ধ, দলাদলি ও মামলা পাল্টা মামলার কারনে এক তাবুতে একত্রিত হতে পারবেনা নেতাকর্মীরা। অনেকে মনে করেন, জেনারেল মাসুদ চৌধুরী নৌকা প্রতিকে মনোনয়ন পেলে দলাদলি ভুলে দলের পক্ষে কাজ করতে পারে সকল পর্যায়ের নেতাকর্মীরা। তাই তৃনমুল পর্যায়ের ভোটারদের দাবি মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জেনারেল মাসুদ চৌধুরী সর্বাধিক যোগ্য ও জনপ্রিয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App