×

খেলা

মান বাঁচালেন আঁখি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০২:১৯ পিএম

মান বাঁচালেন আঁখি
এএফসি নারী অলিম্পিক বাছাইয়ে হারের মিছিল থামল বাংলাদেশ নারী ফুটবল দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে সক্ষম হয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হারায় বাছাই পর্ব থেকে বাদ পড়েছে বাংলাদেশ, সেই সঙ্গে হাতছাড়া হয়েছে ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ। আগের দুই ম্যাচে মিয়ানমার এবং ভারতের বিপক্ষে হারা বাংলাদেশের মেয়েদের সামনে গতকাল জয়ের বিকল্প ছিল না। ম্যাচের ১৭ মিনিটে নীরু থাপার গোলে ৯১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল নেপাল। লাল-সবুজের সমর্থকরা যখন আরেকটি হারের শঙ্কায় কাঁপছিল তখনই ইনজুরির সময়ে আঁখি খাতুন গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আজ বিকেলে বাংলাদেশ এয়ারলাইন্সে মিয়ানমার থেকে দেশে ফিরছে। এবার টোকিও অলিম্পিকের বাছাই পর্বে দুই ম্যাচে হারলেও গতকাল নেপালের বিপক্ষে দারুণ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্যে ছিল নেপালের বিপক্ষে সান্ত¡নার জয় নিয়ে দেশে ফেরা। এদিন ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় নেপাল। এ সময় নেপালের হয়ে গোল করেন নীরু থাপা। প্রথমার্ধের অবশিষ্ট সময় নেপাল আক্রমণে গেলে বাংলাদেশ রক্ষণাত্মক খেলা খেলছিল। প্রতিরোধ বেষ্টনী খেলা দিয়ে প্রথমার্ধ শেষ করে সাবিনারা। এক গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। এ ক্ষেত্রে তারা সফল হয় ম্যাচের একদম শেষ মুহূর্তে। এ সময় বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার আঁখি খাতুন। ফলে শেষ পর্যন্ত ১-১- গোলে ড্র করে মাঠ ছাড়েন গোলাম রব্বানীর শিষ্যরা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সাবিনারা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারে ৭-১ গোলের বড় ব্যবধানে। সে হিসেবে নেপালের বিপক্ষে জয়কে কিছুটা হলেও সান্ত¡নার বলাই যায়। কেননা গ্রুপ পর্ব থেকে আগেই বাদ পড়ায় গতকালের ম্যাচকে সামনে রেখে তেমন অনুশীলন করেনি বাংলাদেশের মেয়েরা। উল্লেখ্য, বাংলাদেশের চেয়ে শক্তিমত্তার দিক দিয়ে অনেক এগিয়ে গ্রুপের অন্য দলগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App