×

বিনোদন

ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ০৫:০২ পিএম

ধারাবাহিক নাটক ‘হাজার বত্রিশ’
আজ বুধবার রাত ৮ টায় এটএিন বাংলায় প্রচার শুরু হবে ধারাবাহকি ‘হাজার বত্রশি’। নাটকটরি রচনায় পান্থ শাহরয়িার ও পরচিালনা করছেনে র্শৌয দীপ্ত র্সূয। দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা পথিক নাটকটির প্রযোজনা করেছে। বাড়ীটার হোল্ডিং নাম্বার ১০৩২.... দোতলা বাড়ীটা জাফর সাহেবের। সারা জীবনের সমস্ত পুজি দিয়ে তিল তিল করে গড়ে তোলা। জাফর সাহেবের স্বপ্ন পূরণ হবার আগেই স্ত্রী বিয়োগ ঘটলো। জাফর সাহেবের স্ত্রী বিয়োগ হয়েছে আজ পাঁচ বছর। ১০৩২ নম্বর বাড়ীর দোতলায় এখন তিনি থাকেন তার ছেলে মেয়েদের নিয়ে। আর নীচ তলাটা ভাড়া দিয়ে রেখেছেন। কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থাকার পরেও ভাড়াটে থাকতে চান না এই বাড়ীটিতে। কি যেন এক রহস্য আছে এখানটায়.... আদি ভৌতিক কিছু একটা কি তবে? সারা পাড়া জুড়ে এটা নিয়ে রসালো কিংবা ভৌতিক গল্পের জন্ম নেয় প্রতিদিনই। কারো কারো মতে আজমল সাহেবের স্ত্রীর অতৃপ্ত আত্মাই আসলে এখানে থাকতে দেয় না বাইরের কোন মানুষকে। এভাবেই গল্পের আবর্তে গল্প তৈরী হয়। একেকটা নতুন পরিবার নতুন নতুন সমস্যা নিয়ে এসে হাজির হয় আজমল সাহেবের ১০৩২ বাড়ীর নীচ তলায়। অভিনয়ে আবুল হায়াত, রুনা খান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শ্যামল মওলা, নাজিরা মৌ, সেলিম আহমেদ, সাব্বির আহমেদ, নুসরাত জাহান নিপা, রাশেদা রাখি, নিকুল কুমার মন্ডল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App