×

জাতীয়

ধরপাকড়ে পুলিশের ধীরগতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১১:১৩ এএম

ধরপাকড়ে পুলিশের ধীরগতি
ঢাকাসহ সারা দেশে ঝুঁকিপূর্ণ নির্বাচনী কেন্দ্রের তালিকা তৈরিসহ রাজনৈতিক মামলা ও ধরপাকড় আপাতত ধীরগতিতে আনতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপারদের এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে ইতোমধ্যেই। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশকেও (ডিএমপি) একই রকম নির্দেশনা দেয়া হয়। তবে এর পাশাপাশি বিরোধী মতাদর্শী প্রভাব রয়েছে কিন্তু মামলা নেই, এমন ব্যক্তিদের তালিকা করতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি সূত্র জানায়, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় নতুন করে আর রাজনৈতিক মামলা ও ধরপাকড় নিষেধ করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে বা যারা ওয়ারেন্টভুক্ত আসামি, তাদের গ্রেপ্তারে কোনো সমস্যা নেই। এ ছাড়া রাস্তায় সরাসরি কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন, আমরা নির্দিষ্ট কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করে মামলা বা ধরপাকড় করি না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে বা আইন ভঙ্গ করে, কেবল তাদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্র বাছাই ও তালিকা প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়মিত কাজের অংশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের কিছু কাজ করতে হয়। কারণ শৃঙ্খলা ভঙ্গ হতে পারে এমন জায়গাগুলোতে আমাদের আগাম প্রস্তুতি রাখতে হয়। এদিকে ডিএমপি সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএমপি সদর দপ্তরের গত সোমবারের মাসিক অপরাধ সভায় রাজধানীর ভেতরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বাছাই করে লাল, হলুদ ও সবুজ এই তিন শ্রেণিতে ভাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলের বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলও বিবেচনায় আনতে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা রেঞ্জের একজন পুলিশ সুপার জানান, নির্বাচনের সময় নানা বিষয় বিবেচনায় নিয়ে কখনো ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ এবং স্বাভাবিক ক্যাটাগরিতে কেন্দ্রগুলো ভাগ করা হয়। এসব ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রভাব বিস্তারের সম্ভাব্যতা ও প্রার্থীদের নিজ নিজ এলাকার কেন্দ্রগুলো বিবেচনায় আনা হয়। কারণ কোনো প্রার্থীর নিজ এলাকার কেন্দ্রে প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতিদ্ব›দ্বী সমর্থকদের কোণঠাসা করার সম্ভাবনা থাকে। এসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ডিএমপি সূত্র জানায়, নভেম্বর মাসের ১-৯ তারিখ পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় ১৯টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৩৬ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ৩৭১ জনের নাম এজাহারে উল্লেখ রয়েছে। বেশ কয়েকটি মামলায় অজ্ঞাত হিসেবে ‘আরো অনেকে’ উল্লেখ করা হয়েছে। নভেম্বরের প্রথম ৯ দিনে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মিলিয়ে মোট ২ হাজার ৫৮১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শুধু ৫৪ ধারা ও ডিএমপি অ্যাক্টেই গ্রেপ্তার করা হয়েছে ৩১৭ জনকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App