×

জাতীয়

কুমিল্লায় আওয়ামী লীগে ১০১ মনোনয়ন প্রত্যাশী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১২:৩৪ পিএম

কুমিল্লায় আওয়ামী লীগে ১০১ মনোনয়ন প্রত্যাশী
কুমিল্লায় আওয়ামী লীগে ১০১ মনোনয়ন প্রত্যাশী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০১ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় ও পাশের নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা মনোনয়নপত্র ও জমা দেন। সংসদ নির্বাচনে প্রার্থী হতে গত সোমবার পর্যন্ত কুমিল্লার ১১ আসন থেকে আওয়ামী লীগের ১০১ নেতার ফরম সংগ্রহের বিষয়টি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় গতকাল এ তথ্য নিশ্চিত করে। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে থেকে ১৯, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে ৯, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ১৫ জন দলীয় মনোনয়ন ফরম নেন। কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে ৭, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসন থেকে ৯, কুমিল্লা-৬ সদর মহানগর আসন থেকে ৯, কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে ৯ জন মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এ ছাড়া কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে ৮, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে ৮, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট লালমাই-সদর) দক্ষিণ আসন থেকে ২ এবং কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসন থেকে ৬ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার (৯ নভেম্বর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা অফিসে মনোনয়ন ফরম বিক্রির জন্য খোলা হয়েছে আট বিভাগের আটটি বুথ। সেখানে বিভাগের বুথের সামনে প্রথমদিন থেকেই কুমিল্লার বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী ও সমর্থক নিয়ে ভিড় জমান। আবার অনেক নেতা নিজে উপস্থিত না থেকে তাদের কর্মী ও সমর্থকের মাধ্যমে ফরম সংগ্রহ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App