×

জাতীয়

একাধিক আসনের আবদার চার নেতার, ক্ষুব্ধ খালেদা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১১:২৪ এএম

একাধিক আসনের আবদার চার নেতার, ক্ষুব্ধ খালেদা
কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কি আলোচনা করেছেন বিএনপি নেতারা? চেয়ারপারসনের মুক্তির প্রক্রিয়া? আগামী নির্বাচন ও দল পরিচালনার নির্দেশনা? সূত্র বলছে, এসব কিছুই নয়। নেতারা দলীয় প্রধানের সঙ্গে আলোচনা করেছেন নিজের ও পরিবার সদস্যদের জন্য আসন নিয়ে। এতে ক্ষুব্ধ হয়েছেন খালেদা জিয়া। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস সোমবার পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে যান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সেখানে এক ঘণ্টারও বেশি সময় তারা বৈঠক করেন। কারাগার থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ঐক্য ধরে রেখে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন চেয়ারপারসন। কিন্তু সংশ্লিষ্ট বিশ্বস্ত একটি সূত্র বলছে অন্য কথা। ওই সূত্র জানায়, সাক্ষাতে মূলত নিজের ও পরিবারের সদস্যদের আসন নিশ্চিত করার বিষয় নিয়েই আলোচনা করেন নেতারা। এরমধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লায় নিজের আসনের পাশাপাশি তার ছেলের জন্য প্রয়াত এম কে আনোয়ারের আসনটি চান খালেদা জিয়ার কাছে। ব্যারিস্টার মওদুদ আহমদ নোয়াখালীতে তার নিজের আসনের পাশাপাশি ঢাকার একটি আসনে নির্বাচন করার খায়েশ জানান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার পঞ্চগড়ে নিজের আসনেই লড়বেন। তবে পাশের আসনটি তার ছেলে নওশাদ জমিরকে দেয়ার আবদার করেন। আর মির্জা আব্বাস ঢাকায় নিজের ও স্ত্রী আফরোজা আব্বাসের জন্য আসন নিশ্চিত করার দাবি তোলেন। সিনিয়র নেতাদের এমন আবদারে বিস্মিত ও ক্ষুব্ধ হন খালেদা জিয়া। তিনি রাগত স্বরে নেতাদের বলেন, আমি কারাগারে বন্দি। আপনারা কতদিন পর আমার সঙ্গে দেখা করতে এলেন? আজকে এসেছেন, অথচ আমার মুক্তির বিষয় নিয়ে আপনারা কিছু বলছেন না। আমি নির্বাচন করতে পারব কিনা তাও বলছেন না। নিজেদের ভাগের আসন নিতে এসেছেন। আপনারা চলে যান। যেভাবে পারেন নির্বাচন করেন। সূত্র জানায়, স্থায়ী কমিটির চার সদস্য যখন নিজের ও পরিবারের সদস্যের আসন নিয়ে খালেদা জিয়ার দেন-দরবার করেন; মহাসচিব মির্জা ফখরুল তখন নিশ্চুপ ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App