×

জাতীয়

আওয়ামী লীগের হয়ে প্রচারণায় তারকারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৫২ এএম

আওয়ামী লীগের হয়ে প্রচারণায় তারকারা
নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে প্রচারে নামছেন রুপালি জগতের একঝাঁক তারকা। এদের মধ্যে রয়েছেন অভিনেতা জাহিদ হাসান, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সাদিয়া ইসলাম মৌ। আওয়ামী লীগের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজের পাশাপাশি এবার নৌকার মনোনয়নপ্রত্যাশী অভিনেত্রী শমী কায়সারও থাকছেন এই প্রচারে। গতকাল মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ তথ্য জানান। একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন ফরম বিক্রির পাশাপাশি প্রচারের নানা কৌশল নিয়ে ব্যতিব্যস্ত এখন ক্ষমতাসীন দলটির প্রচার উপকমিটি। গতকাল এই উপকমিটি চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার একঝাঁক তারকা শিল্পীর সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের প্রচারণার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, মৌ, অভিনয়শিল্পী জাহিদ হাসান, শমী কায়সারসহ অনেকেই। আগামী সপ্তাহ থেকে তারা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় নামবে। এটা আজকে আমাদের বৈঠকের সিদ্ধান্ত। চিত্রনায়ক ফেরদৌস সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাওয়ায় তার প্রতি সমর্থন জানাতে প্রচারে নেমেছি। প্রধানমন্ত্রীকে আমরা প্রচণ্ড ভালোবাসি। আমরা তার দেখানো উন্নয়নের ধারায় হাঁটছি। আমার মনে হয়, উনি যদি আগামীতে প্রধানমন্ত্রী না হন, তবে বাংলাদেশ এভাবে আর এগিয়ে যেতে পারবে না। অভিনেতা জাহিদ হাসান বলেন, আমরা অনেক কনফিডেন্টলি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি এই নৌকা মার্কার কারণেই। আমরা যখন দেশের বাইরে যাই, তখন গর্বের সঙ্গে বলি, আমাদের প্রধানমন্ত্রী দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আমরা নৌকার সঙ্গে আছি, ইনশাআল্লাহ থাকব। চিত্রনায়ক রিয়াজ তরুণদের প্রতি আহবান রেখে বলেন, আমি মনে করি, আগামীতে বাংলাদেশ স্বাধীনতার পক্ষের শক্তিকে দেখতে চায়, আপনারা যারা নতুন ভোটার আছেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দিন। কারণ এই উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। এবার আওয়ামী লীগ থেকে রুপালি জগতের তারকাদের পাশাপাশি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাও প্রার্থী হতে চলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App