×

জাতীয়

শেরপুরের ৩টি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন ক্রয় করলেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৪:৪৪ পিএম

শেরপুরের ৩টি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন ক্রয় করলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর জেলার ৩টি আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন কিনেছেন যারা বর্তমান সংসদ সদস্যসহ সম্ভাব্য প্রার্থীরা হলেন, শেরপুর ১ সদর আসন থেকে বর্তমান সংসদ সদস্য শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও দশম জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, সদর উপজেলা চেয়ারম্যান সানোয়ার হোসেন ছানু, এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, প্রজন্ম একাত্তরের কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মাহবুবুল আলম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নি। শেরপুর ২ আসন থেকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল, সাবেক সাধারন সম্পাদক মোকছেদুর রহমান লেবু, জেলা আওয়ামীলীগ নেতা সরকার গোলাম ফারুক ও অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। শেরপুর ৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, মহসিনুল বারী রুমি, মিজানুর রহমান রাজা, কৃষিবিদ ফররুখ আহাম্মেদ, এডিএম শহিদুল ইসলাম, খন্দকার ফারুক আহাম্মেদ, আল ফারুক (ডিউন) , জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফী(জুবেরী) ও আদিরুজ্জামান নেবু, নাজমুল মোবারক বিপ্লব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App