×

অর্থনীতি

শিল্পভিত্তিক অর্থনীতির পথে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০২:৩২ পিএম

শিল্পভিত্তিক অর্থনীতির পথে বাংলাদেশ
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেছেন, শিল্পায়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। কৃষি প্রধান বাংলাদেশ এখন আর কৃষিনির্ভর অর্থনীতিতে থাকছে না বরং কৃষিখাতে জিডিপির অবদান কমছে, বাড়ছে শিল্প খাতের অবদান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১০-১১ অর্থবছরে শিল্পখাতে প্রবৃদ্ধির হার ছিল ২৭ দশমিক ৩৮ শতাংশ যা গত ২০১৭-১৮ অর্থবছরে বেড়ে ৩২ দশমিক ৪৮ শতাংশে দাঁড়ায়। একই সময়ের ব্যবধানে কৃষিখাতের অবদান ১৮ দশমিক ০১ থেকে কমে ১৪ দশমিক ৭৯ শতাংশে দাঁড়ায়। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কমে যাচ্ছে কৃষির অবদান। একই সঙ্গে বাড়ছে শিল্প খাতের অবদান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সেবা খাত। এ পরিস্থিতিকে অগ্রগতির লক্ষণ হিসেবে দেখছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। তারা বলছেন বাংলাদেশ ধীরগতিতে দৃঢ় ও স্থিতিশীল কৃষি প্রধান অর্থনীতি থেকে একটি শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হচ্ছে, যা মধ্য আয়ের অর্থনীতির দেশে রূপান্তরিত হওয়ার অন্যতম পথ। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ধীরগতিতে কৃষি প্রধান অর্থনীতি থেকে একটি শিল্পভিত্তিক অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। ‘চলমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ করতে অবশ্যই শিল্পের দিকে ঝুঁকতে হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. মোস্তফা কামাল মুজেরী মতে, কৃষি না শিল্প এখানে এটি বড় প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্য পূরণে অন্যান্য দেশের মতো আমাদেরও শিল্পের দিকে গুরুত্ব দিতে হবে। বৈদেশিক মুদ্রার সিংহ ভাগ আসছে শিল্পজাত পণ্য রপ্তানি থেকে। ২০১০-১১ অর্থবছরে যেখানে শিল্পজাত পণ্য রপ্তানিতে আয় ছিল ১৫ হাজার ৩২১ মিলিয়ন মার্কিন ডলার, গত অর্থবছরে তা বেড়ে এসে দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার মিলিয়ন ডলারে। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতে শিল্পায়ন বাড়ছে। মূলত দেশ এখন শিল্পনির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App