×

আন্তর্জাতিক

ভারতীয় বংশোদ্ভূত এই নারীই হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ পিএম

ভারতীয় বংশোদ্ভূত এই নারীই হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!
যুক্তরাষ্ট্রের ২০২০ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হতে পারেন এক ভারতীয় বংশোদ্ভূত নারী। তুসলী গব্বার্ড নামের ওই নারী চারবার সিনেট সদস্য হিসেবে নির্বাচিতও হয়েছেন। দেশটির রাজনৈতিক চর্চায় তাকে নিয়ে জল্পনাও তুঙ্গে। হাওয়াই অঙ্গরাজ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। ডেমোক্র্যাট দলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন সম্পৃক্ত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা বারাক ওবামা কখনো যদি ভারতবিরোধী কোনো সিদ্ধান্ত নেন তখনই তিনি তার প্রতিবাদ করেন। সে কারণে মার্কিন প্রবাসী ভারতীয়দের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। তবে যুক্তরাষ্ট্রের ২০২০ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তুসলী নিজে এখনো প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। কিন্তু প্রার্থী হওয়ার সম্ভবানাকেও উড়িয়ে দেননি তিনি। তুলসী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামলে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট পদপ্রার্থী ও হিন্দু প্রার্থী হিসেবে নজির গড়বেন। সম্প্রতি লস এঞ্জেলসে এক অনুষ্ঠানে মার্কিন প্রবাসী এক ভারতীয় চিকিৎসক তুলসীকে ভারতীয়দের সঙ্গে পরিচয় করে দিয়ে বলেন, ৩৭ বছরের এই তুলসীই ২০২০ সালে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তুলসীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তার নির্বাচনী টিম ইতিমধ্যেই প্রবাসী ভারতীয়দের মধ্যে প্রচার শুরু করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই'র দাবি, ক্রিসমাসের আগেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেতে পারে। তবে তুলসীর সমস্যা একটাই, তারই দলের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান। যদিও অন্য কেউ মার্কিন রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এখনো ঘোষণা করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App