×

তথ্যপ্রযুক্তি

দেশে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০৩:২৫ পিএম

দেশে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা
বাংলাদেশে পুরুষের চেয়ে নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার খুব কম। পুরুষ ও নারীদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান ৬২ শতাংশ।পাকিস্তানে এ হার ৪৩ শতাংশ এবং ভারতে ৫৭ শতাংশ। শ্রীলংকাভিত্তিক তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান লার্ন এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।শহর ও গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যকার পার্থক্য ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশে বেশি। বাংলাদেশে এ হার ৬২ শতাংশ। আর পাকিস্তান ও ভারতে যথাক্রমে ১৩ ও ৫৭ শতাংশ।গবেষণা প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, এশিয়ার দেশগুলোয় ইন্টারনেট ব্যবহারে সচেতনার অভাব রয়েছে। পাকিস্তানে তা সবচেয়ে বেশি।   পাকিস্তান সম্পর্কে বলা হয়, ইন্টারনেট কি তা জানেন না দেশটির ৬৯ শতাংশ মানুষ। ৩০ শতাংশ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন। আর মাত্র ১৭ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।এ বিষয়ে জানতে ২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দুই হাজার পরিবারের ১৫ থেকে ৬৫ বছরের নারী-পুরুষের উপর জরিপ চালানো হয়।পাকিস্তানের অধিকাংশ মানুষের ইন্টারনেট ব্যবহার না করার কিছু কারণের মধ্যে সময়ের অভাব, উচ্চমূল্য ও ব্যবহারের বাধ্যবাধকতা অন্যতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App