×

জাতীয়

চট্টগ্রামে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৮, ০১:২৩ পিএম

চট্টগ্রামে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপি
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসায় চট্টগ্রামে নির্বাচনী রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। চট্টগ্রামের ১৬টি আসনে নির্বাচনী হাওয়া নতুন করে বইতে শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগে থেকেই আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি শুরু করলেও নাশকতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলা ও চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতারা কারাগারে থাকায় এতদিন নির্বাচনী প্রস্তুতি নিতে পারেনি বিএনপি। তবে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণা দেয়ার পরপরই চট্টগ্রামে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। নির্বাচনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে। ২ বছর আগে থেকে নির্বাচনী প্রস্তুতি হিসেবে প্রতিটি ওয়ার্ডে সভা, বর্ধিত সভা, পথসভা করে আসছে আওয়ামী লীগ। পাড়ায় পাড়ায় নির্বাচনী বৈঠকও করছে দলটি। চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ নেতারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা, বৈঠক করে আসছেন। বসে নেই আওয়ামী লীগের ভাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনগুলোও। মাঠের রাজনীতি সক্রিয় রেখেছে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দশ বছরের উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরছেন ছাত্রলীগ নেতারা। অন্যদিকে নাশকতা-অরাজক পরিস্থিতি সৃষ্টিসহ নানা অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে ছিলেন। অনেক নেতাকর্মী কারাগারে থাকায় সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে বিএনপি। ঐক্যফ্রন্টের নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ায় পরপর এবং কেন্দ্র থেকে নির্দেশনা পাওয়া মাত্র তারা মাঠে অবস্থান নিতে শুরু করেছেন। গ্রেপ্তার আতঙ্কে বিএনপির নেতারা এতদিন গা-ঢাকা দিয়ে আত্মগোপনে থাকলেও এখন মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। দলীয় মনোনয়ন ফরম কেনার পাশাপাশি অনেকে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করছেন। মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী ভোরের কাগজকে বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। নির্বাচনী প্রস্তুতি আমাদের রয়েছে। কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণার পর থেকেই আমাদের প্রস্তুতিমূলক কাজে আরো গতি এসেছে। তবে খালেদা জিয়াসহ আমাদের অনেক নেতাকর্মী এখনো কারাগারে। অনেক মিথ্যা মামলা রয়েছে। নির্বাচনী পরিবেশ সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের মুক্তি দিতে হবে। চট্টগ্রাম বিএনপির একাধিক নেতৃবৃন্দ জানান, নবীন-প্রবীণদের সমন্বয়ে এবার চট্টগ্রামে প্রার্থী নির্ধারণ করা হচ্ছে। নগরের গুরুত্বপূর্ণ তিনটি আসন চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনে দেয়া হচ্ছে জনপ্রিয় প্রার্থী। চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-খুলশী-পাঁচলাইশ) আসনে আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী মনোনয়ন পেতে পারেন। বিএনপির নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের শরিক দলগুলো চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৫টি আসন দাবি করেছে। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল বলেন, নির্বাচনের পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে। দলীয় নীতিনির্ধারকরা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই সবাই মাঠে নামবেন। কয়েকটি আসনে একাধিক প্রার্থী থাকলেও আলোচনার মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App