×

খেলা

মুশফিকের ডাবল সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

মুশফিকের ডাবল সেঞ্চুরি
প্রথম দিন সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম। দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরিটাকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন। পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এরপর ব্যাট করে যাচ্ছেন তিনি। তার সঙ্গে ক্রিজে আছেন মেহেদি মিরাজ। তিনি ৪০ রানে ক্রিজে আছেন। তার আগে অধিনায়ক মাহমুদুল্লাহর ৩৬ রান করে ফিরে যান। এর আগে প্রথম দিনে মুমিনুল হক খেলেন ১৬১ রানের দারুণ এক ইনিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ইনিংসের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। ওপেনার লিটন দাস করেন ৯ রান। ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন শূন্য রানেই ফিরে যান। সেখান থেকে চতুর্থ উইকেটে ২৭৬ রানের জুটি গড়েন মুমিনুল ও মুশফিকুর। সেঞ্চুরি পান দুই ব্যাটসম্যানই। ওই তিন উইকেট নিয়েই প্রথম দিন শেষ করতে পারতো বাংলাদেশ। কিন্তু শেষ বিকেলে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। বাংলাদেশ দল এ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে। দ্বিতীয় টেস্টের দলে মুস্তাফিজের সুযোগ পাওয়া অনুমিত ছিল। তিনি ফিরেছেন দলে। সঙ্গে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের অভিষেক হয়েছে। দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এছাড়া প্রথম টেস্টের দলে থাকা পেসার আবু জায়েদ ও স্পিনার নাজমুল ইসলাম নেই দলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App