×

খেলা

বড় জয়ে সেমিতে বসুন্ধরা কিংস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০২:৩৬ পিএম

বড় জয়ে সেমিতে বসুন্ধরা কিংস
ফেডারেশন কাপে এসেই বাজিমাত করছে নবাগত দল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে টিম বিজেএমসিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন অস্কার ব্রæজোনের শিষ্যরা। বসুন্ধরা কিংসের হয়ে এদিন হ্যাটট্রিক করেন ড্যানিয়াল কলিনদ্রেস। এ ছাড়া একটি করে গোল করেন তৌহিদুল আলম সবুজ এবং মতিন মিয়া। বিজেএমসির পক্ষে একমাত্র গোলটি করেন স্যামসুন ইলিয়াসু। সেমিফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ২০১২ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। দারুণ জমে উঠেছে ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ৩০তম আসর। ইতোমধ্যেই গ্রæপ পর্ব এবং কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা শেষ হয়েছে। সেরা আটের শেষ লড়াইয়ে গতকাল নবাগত বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে টিম বিজেএমসি। তবে পাত্তাই পায়নি একবারের ফাইনালিস্টরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বসুন্ধরাকে ১-০ গোলে এগিয়ে নেন কোস্টারিকার তারকা ড্যানিয়াল কলিন্দ্রেস। নবম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। পঞ্চদশ মিনিটে মাশুক মিয়া জনির হেড করে বাড়ানো বল নিখুঁত টোকায় জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন ৩৩ বছর বয়সী এ তারকা। দ্বিতীয়ার্ধের ২৪তম মিনিটে ব্যবধান ৪-০ করেন অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। শেষদিকে বদলি ফরোয়ার্ড মতিনের গোলে বসুন্ধরার বড় জয় নিশ্চিত হয়। তবে ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান বিজেএমসির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসু। এ জয়ের ফলে সেরা চারে জায়গা নিশ্চিত হয়েছে নবাগত দল বসুন্ধরার। এর আগে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে আরামবাগের বিপক্ষে ৩-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তৃতীয় কোয়ার্টার ফাইনালে বর্তমান রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে সেরা চারে উঠেছে শেখ রাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App