×

খেলা

ফুলহ্যামকে হারিয়ে লিভারপুল শীর্ষে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০২:৪২ পিএম

ফুলহ্যামকে হারিয়ে লিভারপুল শীর্ষে
মোহামেদ সালাহ গোল পেয়েছেন আর জয় পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের গতকালের ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে তারা। অলরেডদের হয়ে এ ম্যাচে অন্য গোলটি করেছেন উইঙ্গার জর্ডান সাকিরি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কোচ জার্গেন ক্লপের শিষ্যরা। এ ছাড়া এদিন স্প্যানিশ লা লিগায় হোয়েস্কাকে ২-০ গোলে হারিয়েছে ডোপোর্টিভো আলাভেস ও জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লেগানেস। বর্তমানে পয়েন্ট টেবিলে ডেপোর্টিভো আলাভেসের অবস্থান তৃতীয় স্থানে। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় জিনোয়াকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচটিতে নাপোলির ১টি করে গোল করেছেন ফাভিয়ান রুইজ ও অন্য গোলটি আত্মঘাতী। তবে ইতালিয়ান সিরি আর গতকালের ম্যাচে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইন্টারমিলান। আটালান্টার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। দারুণ জমে উঠেছে ইংলিশ প্রিমিফুলহ্যামকে হারিয়ে লিভারপুল শীর্ষে খেলা ডেস্ক : মোহামেদ সালাহ গোল পেয়েছেন আর জয় পেয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের গতকালের ম্যাচে ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়েছে তারা। অলরেডদের হয়ে এ ম্যাচে অন্য গোলটি করেছেন উইঙ্গার জর্ডান সাকিরি। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কোচ জার্গেন ক্লপের শিষ্যরা। এ ছাড়া এদিন স্প্যানিশ লা লিগায় হোয়েস্কাকে ২-০ গোলে হারিয়েছে ডোপোর্টিভো আলাভেস ও জিরোনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লেগানেস। বর্তমানে পয়েন্ট টেবিলে ডেপোর্টিভো আলাভেসের অবস্থান তৃতীয় স্থানে। অন্যদিকে ইতালিয়ান সিরি আয় জিনোয়াকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। ম্যাচটিতে নাপোলির ১টি করে গোল করেছেন ফাভিয়ান রুইজ ও অন্য গোলটি আত্মঘাতী। তবে ইতালিয়ান সিরি আর গতকালের ম্যাচে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইন্টারমিলান। আটালান্টার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে তারা। দারুণ জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমের শীর্ষস্থান দখলের লড়াই। পয়েন্ট টেবিলের এখন যে অবস্থা তাতে লিভারপুল, চেলসি, ম্যানসিটি ও টটেনহ্যাম চারটি দলেরই শিরোপা জেতার সুযোগ রয়েছে। শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকতে হলে ফুলহ্যামের বিপক্ষে গতকালের ম্যাচে জয় পাওয়াটা জরুরি ছিল লিভারপুলের। কাজটা বেশ ভালোভাবেই করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। তবে একের পর আক্রমণ করলেও প্রথম গোলের দেখা পাওয়ার জন্য ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বিরতির ৪ মিনিট আগে ডিফেন্ডার ট্রেন্ড আলেকজান্ডার আরনল্ডের পাস থেকে বল পেয়ে দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা লিভারপুল দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই পায় দ্বিতীয় গোলের দেখা। এ সময় ডিফেন্ডার এন্ড্রো রবার্টসনের কাছ থেকে বল পেয়ে জালে পাঠিয়ে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন জর্ডান সাকিরি। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল।য়ার লিগের এবারের মৌসুমের শীর্ষস্থান দখলের লড়াই। পয়েন্ট টেবিলের এখন যে অবস্থা তাতে লিভারপুল, চেলসি, ম্যানসিটি ও টটেনহ্যাম চারটি দলেরই শিরোপা জেতার সুযোগ রয়েছে। শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে থাকতে হলে ফুলহ্যামের বিপক্ষে গতকালের ম্যাচে জয় পাওয়াটা জরুরি ছিল লিভারপুলের। কাজটা বেশ ভালোভাবেই করেছে জার্গেন ক্লপের শিষ্যরা। নিজেদের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। তবে একের পর আক্রমণ করলেও প্রথম গোলের দেখা পাওয়ার জন্য ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বিরতির ৪ মিনিট আগে ডিফেন্ডার ট্রেন্ড আলেকজান্ডার আরনল্ডের পাস থেকে বল পেয়ে দারুণ এক গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন মোহামেদ সালাহ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা লিভারপুল দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই পায় দ্বিতীয় গোলের দেখা। এ সময় ডিফেন্ডার এন্ড্রো রবার্টসনের কাছ থেকে বল পেয়ে জালে পাঠিয়ে স্বাগতিকদের হয়ে ব্যবধান দ্বিগুণ (২-০) করেন জর্ডান সাকিরি। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা। এ জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App