×

জাতীয়

নৌকার মাঝি হতে চান ৪ হাজার ২৩ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫৬ পিএম

নৌকার মাঝি হতে চান ৪ হাজার ২৩ জন

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকে প্রতিন্দ্বন্দ্বিতা করতে চার দিনে তিনশ' আসনের জন্য ৪ হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এদের মধ্য থেকে ৩০০ জনকে বাছাই করতে হবে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডকে।

আজ সোমবার রাতে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

মাহবুব-উল-আলম হানিফ জানান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ আসন থেকেই আওয়ামী লীগের তহবিলে যোগ হলো ১৫ লাখ ৬০ হাজার টাকা। সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি বরগুনা ১ আসনে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রসঙ্গত, আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App