×

বিনোদন

‘নাগর আলীর কিচ্ছা’র ৩৪তম বর্ষপূর্তির বিশেষ প্রদর্শনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০১:৪৮ পিএম

‘নাগর আলীর কিচ্ছা’র ৩৪তম বর্ষপূর্তির বিশেষ প্রদর্শনী
নদীভাঙন আর প্রকৃতির নির্মমতায় সহায় সম্বলহীন সহজ-সরল যুবক নাগর আলী ক্ষুধা ও দারিদ্র্যের কশাঘাতের কবল থেকে বাঁচার জন্য বুকভরা আশা আর স্বপ্ন নিয়ে ছোট মামার হাত ধরে ছুটে আসে রাজধানীতে। ভোরবেলা লঞ্চ থেকে নেমে শুরু হয় তার রাজধানীর জীবন। দিন যায় রাত আসে, রাত শেষে আবার দিন, এই সময়টুকুর মধ্যে রাজধানীর ব্যস্ত নাগরিক জীবন সম্পর্কে নাগর আলীর বিচিত্র অভিজ্ঞতাই এই নাটকের মূল ভিত্তি। দৃষ্টিপাত নাট্য সংসদের প্রযোজনায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হলো ভিন্নধর্মী গল্পের এই নাটক ‘নাগর আলীর কিচ্ছা’র ৩৪তম বর্ষপূর্তির বিশেষ প্রদর্শনী। দলের নিয়মিত প্রযোজনার এই নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম. আ. সালাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ম. আ. সালাম, শুক্লা, কাজী আনিস, স্বপন দাস, সালাম বাদল, তন্দ্রা, স. ম. হাসান, আকাশ আহমেদ, আজিম, মনির, এনামুল, মোরশেদ, অভি, স্নিগ্ধা, মানিক, আবির প্রমুখ। শিল্পকলায় দশম যাত্রানুষ্ঠান আজ : যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১২-১৩ নভেম্বর, দুই দিনব্যাপী জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ‘১০ম যাত্রানুষ্ঠান ২০১৮’ আয়োজন করেছে। আজ দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত নয়টি যাত্রাদল যাত্রাপালা মঞ্চায়ন করবে। সাফল্য নিয়ে জাপান থেকে ফিরল স্বপ্নদল : জাপানের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’ টোকিও মেট্রোপলিটন থিয়েটারে উদযাপন করা হয়েছে। চলতি বছরের ৩ ও ৪ নভেম্বর ‘ত্রিংশ শতাব্দী’-এর দুুটি মঞ্চায়ন ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের জন্য ৫ নভেম্বর মনোড্রামা ‘হেলেন কেলার’-এর প্রদর্শনী করা হয়। প্রদর্শনী শেষে অবিস্মরণীয় সাফল্য নিয়ে জাপান থেকে দেশে ফিরেছে অন্যতম নাট্যসংগঠন স্বপ্নদল। বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আর অপূর্ব কুমার কুণ্ডুর রচনা থেকে ‘হেলেন কেলার’-এর নির্দেশনাও দিয়েছেন জাহিদ রিপন। ‘হেলেন কেলার’ প্রযোজনায় একক অভিনয় করেন জুয়েনা শবনম। ‘ত্রিংশ শতাব্দী’র মঞ্চায়ন ছাড়াও জাপানের মূল ধারার নাট্যোৎসবে প্রথম বাংলাদেশের নাট্যদলের প্রদর্শনী উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ পরিকল্পিত ‘ডিসাইফারিং বাংলাদেশ’ (বাংলাদেশ রহস্য-উন্মোচন) শীর্ষক ধারাবাহিক বক্তব্যের দ্বিতীয় দিনে টোকিও মেট্রোপলিটন থিয়েটারের ‘এটেলিয়ার ইস্ট’ হলে ২ নভেম্বর জাহিদ রিপন ‘থিয়েটার অব বাংলাদেশে টুডে : কন্টিনিউশন অব ট্রাডিশন এন্ড মর্ডানিজম’ (বাংলাদেশের থিয়েটার আজ : ঐতিহ্য ও আধুনিকতার ধারাবাহিকতা) শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। প্রথম দিন টোকিও ফরেন স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক কিওটো নাইওয়া বাংলাদেশের সাহিত্য সম্পর্কে বক্তব্য রাখেন। তৃতীয় দিন ফুকুওকা এশিয়ান আর্ট মিউজিয়ামের কিউরেটর রিনা ইগারাশি বাংলাদেশের ভিসুয়াল আর্ট সম্পর্কে বক্তব্য রাখেন। জাহিদ রিপন ৩১ অক্টোবর জাপানের জাতীয় বেতার ‘এনএইচকে রেডিও ওয়ার্ল্ড সার্ভিস’-এর আমন্ত্রণে স্বপ্নদলের নাট্যকর্ম-নাট্যদর্শন, জাপানে নাট্যভ্রমণ এবং বাংলাদেশের সাম্প্রতিক নাট্যচর্চা প্রভৃতি বিষয়ে সাক্ষাৎকার এবং ৩ নভেম্বর প্রদর্শনী শেষে মিলনায়তন থেকে ‘এনএইচকে রেডিও ওয়ার্ল্ড সার্ভিস’-এর প্রদর্শনী পরবর্তী সাক্ষাৎকার অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ ছাড়া ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’-এর নির্বাহী পরিচালক সাচিয়ো ইচিমুরার পরিচালনায় ৪ নভেম্বর ‘ত্রিংশ শতাব্দী’র প্রদর্শনী শেষে ‘পোস্ট শো টক’-এ দর্শকের প্রশ্নোত্তর-মুক্তালোচনা পর্বের মুখোমুখি হন জাহিদ রিপন। এ সময় দর্শক ‘ত্রিংশ শতাব্দী’র ব্যাপক প্রশংসাসহ হিরোশিমা, নাগাসাকিসহ জাপানের সব শহরে প্রযোজনাটি মঞ্চায়নের দাবি এবং আয়োজকরা খুব শিগগিরই তা বাস্তবায়নের প্রতিশ্রæতি দেন। আর বাংলাদেশ দূতাবাসে ‘হেলেন কেলার’ মঞ্চায়নের পর বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং উপস্থিত ক‚টনীতিক, জাপানি, প্রবাসী বাঙালিরা প্রযোজনাটি ও স্বপ্নদলের ভূয়সী প্রশংসা করেন। স্বপ্নদলের সম্মানে ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’ কর্তৃপক্ষ ৩ ও ৪ নভেম্বর এবং বাংলাদেশ দূতাবাস ৫ নভেম্বর তিনটি আলাদা পার্টিরও আয়োজন করে। উল্লেখযোগ্য, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি এবং পরবর্তী যুদ্ধ-সংঘাত-অনাচার নিয়ে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘বিশ্বের বিস্ময়’ মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক স্বপ্নদলের ব্যতিক্রমী মনোড্রামা ‘হেলেন কেলার’ এবং দুটি প্রযোজনায়ই স্বপ্নদলের দর্শনানুয়ায়ী প্রযুক্ত হয়েছে ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি। স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপনের নেতৃত্বে জাপানের নাট্যভ্রমণে অংশগ্রহণকারী স্বপ্নদলের সদস্যরা হলেন জুয়েনা শবনম, ফজলে রাব্বি সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, জেবুন নেসা, শাখাওয়াত শ্যামল, মেহেদী রানা, সোনালি রহমান, অর্ক অপু, নিসর্গ শবনম, অনিন্দ্য অন্তরিক্ষ ও সুমাইয়া আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App