×

খেলা

জাতীয় হ্যান্ডবল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০২:৫৬ পিএম

জাতীয় হ্যান্ডবল শুরু
৩৩টি দল নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে ২৮তম জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এক্সিম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ৮টি গ্রুপে ভাগ হয়ে ২৯ দল খেলবে চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব। আর গত আসরের চার সেমিফাইনালিস্ট বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, আনসার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা দল আট গ্রুপসেরা দলের সঙ্গে সরাসরি চূড়ান্ত পর্ব খেলবে। হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম ও পল্টন আউটার স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন জাতীয় হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান হাসানউল্লাহ খান রানা। ২৫ লাখ টাকা বাজেটের পুরোটাই দিচ্ছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেড। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও এস এম খালেকুজ্জামান স্বপন ও সালাউদ্দিন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App