×

জাতীয়

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফের স্থাপনা নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ০৩:৪২ পিএম

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ফের স্থাপনা নির্মাণ
উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ফের অবৈধ স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। জিরো পয়েন্টে সমুদ্রসৈকত লাগোয়া সরদার মার্কেট এবং সানরাইজ মার্কেটের গড়ে তোলা হচ্ছে ঘর। এসব অবৈধ স্থাপনার কারণে সৈকতে পর্যটকদের অবাধ চলাচল বন্ধ হয়ে গেছে। এর মারাত্মক প্রভাব পড়েছে পরিবেশের ওপর। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, যেমন খুশি তেমনভাবে গড়ে তোলা হচ্ছে এসব অবৈধ স্থাপনা। জেলা পরিষদ ডাকবাংলোর সামনে এবং সৈকতের জিরো পয়েন্ট লাগোয়া এসব ঘর তুলে ভাড়া দেয়া হচ্ছে। অভিযোগ রয়েছে সাদা বালুতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও সানরাইজ কর্তৃপক্ষ তার রেকর্ডীয় জমি দাবি করে প্রায় অর্ধশতাধিক দোকান থেকে ভাড়া আদায় করছে। তারা আরো জানান, ভাড়া আদায় নিয়ে সানরাইজ কর্তৃপক্ষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রতিদিন ঝগড়া হচ্ছে। কয়েক দিন আগে কুয়াকাটা পৌর মেয়র সানরাইজ কর্তৃপক্ষকে সতর্ক করে দিলেও রহস্যজনক কারণে তারা নীরব রয়েছে। সরেজমিন দেখা যায়, সৈকতে নামতে সড়কের পশ্চিম পাশে সরদার মার্কেট কর্তৃপক্ষ একাংশ আগের টিনশেড ঘর ভেঙে ২ ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে ১৬ ফুট উঁচু করে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করছে বিশাল দোতলা এই স্থাপনা। যেখানে নিচে থাকছে মার্কেট উপরে রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল। সামান্য বাতাস এলেই ধসে পড়ে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। অন্যদিকে সানরাইজ কর্তৃপক্ষও কাঠের একাধিক নতুন ঘর তুলছে কোনো বাধা ছাড়াই। এসব ঘর তুলতে স্থানীয় প্রভাবশালী একটি সিন্ডিকেট সদস্যের সহায়তা করছে। এমনটাই অভিযোগ করলেন স্থানীয়রা। তারা ক্ষুব্ধ কণ্ঠে জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিদিন সৈকতে আসা-যাওয়া করলেও এসব তাদের নজরে আসছে না। কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী বলেন, সরদার মার্কেট ও সানরাইজ কর্তৃপক্ষ সরকারি জমিতে অবৈধভাবে ঘর তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অন্যদিকে সৈকতের সাদা বালুতে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাজ থেকে জোর করে ভাড়া আদায় করছে। ভাড়া না দিতে চাইলে পুলিশ দিয়ে হয়রানি করছে। কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলেটসহ স্থানীয় সাংবাদিকরা জানান, সৈকতে এসব অবৈধ স্থাপনা নিয়ে কয়েক বছর ধরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় লেখালেখির কারণে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও অবৈধ স্থাপনার কাজ বন্ধ হয়নি। সরদার মার্কেটের মালিক সাজেদুল আলম সাজু জানান, তারা অবৈধভাবে ঘর তুলছেন না। জমিতে ঘর নির্মাণ করতে পারবেন আদালতের এমন নির্দেশনা মেনেই তারা ঘর তুলছেন। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, এ ব্যাপারে দখলদারদের কয়েকবার সতর্ক করা হয়েছে। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের ভাড়া না দিতে বলা হয়েছে। অবৈধভাবে কেউ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App