×

বিনোদন

সৃজনশীল মানুষ থেমে থাকতে পারে না : নন্দিতা দাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ পিএম

সৃজনশীল মানুষ থেমে থাকতে পারে না : নন্দিতা দাস
ঢাকায় এসেছেন বলিউড নির্মাতা নন্দিতা দাস। ঢাকা লিট ফেস্টে অংশ নিতেই এবার ঢাকায় এলেন তিনি। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দেখানো হয় নন্দিতা দাস পরিচালিত সিনেমা ‘মান্টো’। উর্দু সাহিত্যের অন্যতম লেখক সাদত হাসান মান্টোর জীবন নিয়ে নির্মিত ছবিটিতে মান্টোর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী। চলচ্চিত্র দেখানোর পর এ ছবি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলেন নন্দিতা। এর আগে লিট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তব্য রাখেন বলিউডের এই গুণী নির্মাতা। নন্দিতা দাস বলেন, আজ থেকে ৭০ বছর আগে মান্টো যেমন প্রাসঙ্গিক ছিল, প্রাসঙ্গিক এখনো। ভারতসহ সারাবিশ্বে সত্য বলার আন্দোলনে যারা সংগ্রাম করেছেন, তাদের কথাগুলোই এসেছে ‘মান্টো’র জবানিতে। ‘ঠান্ডা গোশত’ গল্পের জন্য আদালতে যেতে হয়েছিল উর্দু ভাষার লেখক সাদত হাসান মান্টোকে। জরিমানা হয়েছিল ৩০০ রুপি। লেখকদের ওপর এমন নিপীড়ন এখনো বন্ধ হয়নি। বিশ্বব্যাপী ঝুঁকির মুখে ঠেলে দেয়া হচ্ছে কথা বলার স্বাধীনতাকে। কিন্তু সৃজনশীল মানুষ থেমে থাকতে পারে না। মুক্ত আলোচনায় দর্শক সারি থেকে একজন নন্দিতার কাছে জানতে চান, বাংলা একাডেমি প্রতি বছর বইমেলায় বই সেন্সর করে। এই বিষয়টিকে তিনি কীভাবে দেখবেন? জবাবে নন্দিতা বলেন, ‘ব্যান হবে, সেন্সর হবে, এর মধ্যেই আমরা আমাদের কথাগুলো বলে যাব।’ মান্টো ছবিতে নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে কেন বেছে নেয়া হলো? জানতে চান আরেকজন। জবাবে নন্দিতা বলেন, ‘এই ছবিটির জন্য আমার ভালো একজন অভিনেতার দরকার ছিল। নওয়াজের চেহারার গঠন, ওর চোখ আমাকে টেনেছে। মান্টোর জন্য তাই ওকে বেছে নিয়েছি। আর এটা তো বলার অপেক্ষা রাখে না নওয়াজ ভালো একজন অভিনেতা।’ বলিউডে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় সেই বিষয়ে নন্দিতা দাসের অভিমত জানতে চান একজন। এ সময় নন্দিতা বলেন, ‘এই বিষয়ে মতামত দেয়ার মতো বিশেষজ্ঞ আমি নই। তবে আমি বলবো, কেউ যদি কোনো বিষয় নিয়ে কথা না বলেন, তাকে আমি বলতে পারি না, আপনি এটা করছেন না কেন? কোনো সাংবাদিক যদি চোখের সামনে অন্যায় দেখে না লিখেন, তাকে বলতে পারি না, এটা লিখছেন না কেন? আমি নিজের কাজটুকু করে যাচ্ছি। আমরা সবাই আমাদের চিন্তা-বিবেক দিয়ে নিজের কাজটাই করে যেতে পারি।’ মান্টো ছবিটি নির্মাণের সময় বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের কথা মনে হয়েছিল কিনা নন্দিতার কাছে জানতে চান আরেকজন। নন্দিতা বলেন, ‘কথা বলার স্বাধীনতার সংকট সারা বিশ্বে। তসলিমার মতো মুক্ত চিন্তার জন্য বিশ্বজুড়েই অনেকে নানা রকম নিপীড়নের শিকার হচ্ছেন। মান্টোর মধ্য হাজারো মান্টোর কথা বলতে চেয়েছি।’ বিশ্বজুড়ে যৌন হয়রানির বিরুদ্ধে ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলন জোরালো হয়েছে। বলিউডে যে ক’জন বিষয়টি নিয়ে প্রতিবাদে সক্রিয়, তাদের মধ্যে নন্দিতা দাস অন্যতম। লিট ফেস্টে এসে নন্দিতা বলেন, ‘এই সমাজটা পুরুষপ্রধান। এখানে নারীর অধিকার কখনোই পুরুষের সমান ছিল না। তাই অনিবার্য ছিল এই আন্দোলন। তবে সতর্ক থাকতে হবে। সত্যিই যারা নির্যাতনের শিকার হয়েছেন, সেই মেয়েদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হবে। এটার অপব্যবহার যাতে না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। প্রকৃত অর্থে এ আন্দোলন পুরুষের বিরুদ্ধে নয়, ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে।’ এর আগে বৃহস্পতিবার সকালে লিট ফেস্টের উদ্বোধনী আয়োজনেও বক্তব্য রাখেন নন্দিতা। রাজধানীর বাংলা একাডেমি চত্বরে গত বৃহস্পতিবার (৮ নভেম্বর) থেকে শুরু হয়েছে সাহিত্য উৎসব ‘ঢাকা লিট ফেস্ট’। তিন দিনব্যাপী এই আয়োজন শেষ হবে আজ ১০ নভেম্বর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App