×

জাতীয়

সপ্তম বার আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আশাবাদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:২৯ পিএম

সপ্তম বার আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আশাবাদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল থেকে রেকর্ড সপ্তম বারের মতো আ.স.ম. ফিরোজকে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে উদগ্রীব বাউফলের জনগণ। এমনটাই জানালেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। তিনি জানান, বাউফল একটি শিক্ষিত জনপদ হিসেবে খ্যাত। ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনী প্রচারে বাউফল এসে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহবান জানিয়েছিলেন। তাঁরই আহবানে সারা দিয়ে বাউফলের জনগণ আজও আওয়ামী লীগকে মনে প্রাণে ভালবাসে। কেবলমাত্র ২০০১ সালে দেশি-বিদেশীদের ষরযন্ত্রের কারণে এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়েছিল। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাউফলের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছিল জোট সরকারের অত্যাচার নির্যাতনের যন্ত্রণা। সেজন্য ২০০৮ সালে বাউফলের জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে আসনটি পূণ:উদ্ধার করেছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরো জানান, ১৯৭৯ সালে সর্বকণিষ্ঠ এমপি হিসেবে আ.স.ম. ফিরোজ নির্বাচিত হন। সেই থেকেই বাউফলের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ওয়ার্ড পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করে দলে ভীত মজবুত করেন। তারই ফলশ্রæতিতে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ এবং ২০১৪ সালে আ.স.ম. ফিরোজ এমপি নির্বাচিত হয়েছেন। ছয়বার এমপি নির্বাচিত হয়ে প্রজ্ঞাবান রাজনীতিবিদ আ.স.ম. ফিরোজ তৃণমূল পর্য়ায়ে দলকে আরো শক্তিশালী করেছেন। সাংগঠনিক কর্মকান্ডে তিনি আওয়ামী লীগের একটি স্তম্ব বলেই আমরা মনে করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে রেকর্ড সপ্তম বারের মতো নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দেবো-ইনশাল্লাহ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। মনোনয়ন ফরম যে কেউ কিনতে পারে। তাবে আমরা মনে করি দল যদি বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজকে মনোনয়ন দেন তাহলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে কোন সমস্যাই হবে না। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত ছয়জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এরা হলেন, এরা হলেন, বাউফল থেকে ৬ বার নির্বাচিত এমপি বর্তমান জাতীয় সংসদের চীফ হুইপ আ.স.ম. ফিরোজ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা জোবায়দুল হক রাসেল। যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাশেদুল হাসান সুপ্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাখন চন্দ্র গাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App