×

আন্তর্জাতিক

শিগগিরই দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি শুরু করছেন ইমরান খান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৯:৫২ পিএম

শিগগিরই দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি শুরু করছেন ইমরান খান
শিগগিরই দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি শুরু করছেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগামী কয়েকদিনের মধ্যে দারিদ্র দূরীকরণে 'বিশাল আকারের সাহসী কর্মসূচি' শুরুর ইঙ্গিত দিয়েছেন। দেশটির জনগণকে দারিদ্রের বাইরে বের করে আনার লক্ষ্যে তিনি এ কর্মসূচি শুরু করবেন। ইমরান খান বলেন, দারিদ্র দূরীকরণের কর্মসূচি হবে তার সরকারের প্রথম ১০০ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এ কর্মসূচি জনগণের সামনে তুলে ধরা হবে। তিনি জানান, এ কর্মসূচি হবে রাষ্ট্রের সব বিভাগের সমন্বিত প্রচেষ্টা। এক ছাতার নিচে সংশ্লিষ্ট সব বিভাগ কাজ করবে। চীনের পরামর্শ ও দিক-নির্দেশনার কথা উল্লেখ করে ইমরান খান বলেন, আমরা চীন সফর থেকে জেনেছি কীভাবে তারা ৭০ কোটি মানুষকে তিন দশকের মধ্যে দারিদ্র থেকে বের করে আনার ঐতিহাসিক কাজ করতে সক্ষম হয়েছে। হাজার মাইলের এ সফরে আমরা মাত্র প্রাথমিক পদক্ষেপ নিলাম। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে সাবেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরামের মতো তারকা ক্রিকেটার তৈরি করা হবে বলেও আশ্বাস দেন ইমরান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App