×

জাতীয়

রংপুর-ঢাকা-সাতক্ষীরায় প্রার্থী হতে চান এরশাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৩:৪৩ পিএম

রংপুর-ঢাকা-সাতক্ষীরায় প্রার্থী হতে চান এরশাদ
আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে দলের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নিজ এলাকা রংপুর-৩ এর পাশাপাশি ঢাকা-১৭ এবং সাতক্ষীরা-৪ আসনেও প্রার্থী হতে চান তিনি। রবিবার দুপুরে এরশাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলের ফরম বিতরণ কমিটির আহ্বায়ক দলের উপদেষ্টা রেজাউল ইসলাম ভুইয়া। এরশাদ বলেন, মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হলো, শেষ হবে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে। অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জাতীয় পার্টি টিকে আছে। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত। ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে এরশাদ যে তিনটি আসনে ভোট করেন, তার মধ্যে রংপুর-৩ ও ঢাকা-১৭ ছিল। পরে ঢাকা-১৭ রেখে বাকিগুলো তিনি ছেড়ে দেন। তবে ২০১৪ সালে ঢাকা-১৭ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ঢাকা-১৭ আসনে এরশাদের পাশাপাশি নির্বাচন করতে চান আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম তোলা সাবেক বিএনপি নেতা নাজমুল হুদাও। এরশাদ পত্নী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলের ফরম নিয়েছেন একটি আসনের জন্যই। তিনি নির্বাচন করতে চান ময়মনসিংহ সদর আসন থেকে। ২০১৪ সালের নির্বাচনে তিনি এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দলের কো-চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন ফরম কিনেছেন লালমনিরহাট-৩ আসন থেকে; পটুয়াখালী-১ ও ৪ আসনে ফরম নিয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App