×

বিনোদন

মঞ্চে আসছে ‘রহু চণ্ডালের হাড়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৫০ পিএম

মঞ্চে আসছে ‘রহু চণ্ডালের হাড়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগে শিক্ষকতা করছেন রেজা আরিফ। পাশাপাশি নাট্যনির্দেশক হিসেবে খ্যাতি অর্জন করেছেন দেশজুড়ে। এরই মধ্যে শহিদুল জহিরের ‘সে রাতে পূর্ণিমা ছিল’ মঞ্চে নির্দেশনা দিয়ে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া ‘কারবালার জারি’, ‘দ্য অ্যালকেমিস্ট’ নির্দেশনার মাধ্যমে দর্শকের মাঝে সাড়া জাগিয়েছেন রেজা আরিফ। রেজা আরিফ এবার নির্দেশনা দিচ্ছেন নতুন নাটক অভিজিৎ সেনের বিখ্যাত উপন্যাস ‘রহু চণ্ডালের হাড়’। নাটকটি এবার মঞ্চে নিয়ে আসছে আরশিনগর। অভিজিৎ সেনের মূল উপন্যাস থেকে এর নাট্যরূপও দিয়েছেন তিনি। আগামী ২৮ ও ২৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচাস্থ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির কারিগরি ও উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। নাট্যনির্দেশক রেজা আরিফ বলেন, ‘যাযাবর বাজিকরদের জীবনের প্রবহমান বাস্তবতা উঠে এসেছে নাটকটির গতিময় উপস্থাপনায়। সঙ্গীতের অপূর্ব ব্যবহার আর কুশলীদেও শৈল্পিক উপস্থাপনায় আরশিনগর নতুনরূপে আবির্ভূত হবে। আমরা টানা মহড়া করছি। একটা ভালো নাট্য প্রযোজনা দর্শকের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এখন মঞ্চস্থ হওয়ার পর দর্শক প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকবো। আমরা আশার করবো, দর্শক নাটকটি দেখতে আসবেন। সবাইকে আমন্ত্রণ জানাই এই নাটকটির সঙ্গে থাকার জন্য। সবাই দলবেঁধে নাটকটি দেখতে আসকেন। এটা আশা করছি।’ নাটকটিতে অভিনয় করবেন- সোহেল, ডেইজি, ইভান, পুতুল, জিসা, আতিক, বৈজয়ন্তি, নিশা, শ্যামা, আবির, শুভ, হৃদয়, রূপা, মৃন্ময়ী, রিগ্যান, লোভা, তুলতুন প্রমুখ। নাটকটির আলোক পরিকল্পনা করছেন শাহীন রহমান, মঞ্চ পরিকল্পনা করছেন আলী আহমেদ মুকুল, পোশাক পরিকল্পনা করছেন নুসরাত জিসা ও জিনাত নিশা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App