×

জাতীয়

বাউফলে দুই দিনে ছয় শিক্ষক ও সাত পরীক্ষার্থী বহিস্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:২২ পিএম

বাউফলে দুই দিনে ছয় শিক্ষক ও সাত পরীক্ষার্থী বহিস্কার
বাউফলে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট জেডিসি) পরীক্ষায় নকলে সহযোগীতা ও নকল করার দায়ে গত দুই দিনে ছয় শিক্ষক ও সাত পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। শনিবার বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলার নওমালা ইউনিয়নের আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ ভেন্যু থেকে বজলুর রহমান ফাউন্ডেশন গালর্স সেমিনারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল জব্বার, মহাশ্রাদ্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুগন্ধারানী ও ছোনখোলা পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মো.আউয়াল খাঁন নামের তিন শিক্ষককে ও মোসা. শারমিন আক্তার মো. সজিব, মো. ইমরান, তরিকুল ইসলাম, মো. মেহেদী হাসান সজিব, ও মোসা, খাদিজা বেগম নামের ৬ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত পরিক্ষার্থীরা সবাই নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অপরদিতে রবিবার জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কর্তব্যে অবহেলার কারনে বাউফল সালেহিয়া মাদ্রাসা কেন্দ্রে তিন শিক্ষক ও নকল করার দায়ে এক ছাত্রকে বহিস্কার করা হয়েছে। শিক্ষকগন হলেন, বিলবিলাস অলিপুরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. জাহাঙ্গীর, তালতলি ভরিপাশা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ইছাহাক, উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শাহ জালাল এবং বাউফল সালেহিয়া মাদ্রাসার ছাত্র মো.জিহাদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। ঘটনার সত্যতা স্বিকার করেছেন, উপজেলা নির্বাহী কর্মর্কর্তা পিজুস চন্দ্র দে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App