×

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৪:০৫ পিএম

ফেনীতে হিলবার্ড নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছে।এসময় আহত হয়েছে অন্তত ১০ জন।রবিবার সকালে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,ওই দিন সকালে ফেনী থেকে হিলবার্ড নামে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাগড়াছড়ি যাচ্ছিল।এসময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মহাসড়কেই উল্টে পড়ে।এতে ঘটনাস্থলেই গাড়ীতে থাকা ২ জন যাত্রী নিহত হয়। আহত হয় ১০ জন ।পরে খবর পেয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালটির মর্গে প্রেরন করা হয়। নিহতরা হলেন ফেনী সদর উপজেলার বালীগাও ইউনিয়নের মৃত ছানু মিঞার ছেলে সিদ্দিকুর রহমান(৪৫) অপরজন হলেন ফুলগাজী উপজেলার নুরুল হকের ছেলে নুরুল আমিন। মুহুরীগঞ্জ মহাসড়ক পুলিশ উপপরিদর্শক মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাসটি আটক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App