×

তথ্যপ্রযুক্তি

ডুকাতির মনস্টার বাইক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৫:০১ পিএম

‘মনস্টার ৮২১’ মডেলের বাইকের নতুন ‘স্টিলথ’ এডিশন বাজারে এনেছে ডুকাতি। নতুন এই বাইকের নাম ‘ডুকাতি মনস্টার ৮২১ স্টিলথ’। মোটরসাইকেলের গায়ের রঙ ছাড়াও এই এডিশনে একাধিক পরিবর্তন এসেছে। তবে থাকছে একই ৮২১ মম ভি-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে ১০৯ বিএইচডি শক্তি এবং ৮৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। তবে ‘স্টিলথ’ এডিশনে একই ইঞ্জিনে শক্তিবৃদ্ধি করা হয়েছে। মনস্টার ৮২১ স্টিলথ বাইকে আছে কাবায়া ফ্রন্ট ফর্ক, বিকিনি ফায়ারিং হেডলাইট। এই মডেলের বাইকে সামনের ফর্ক অ্যাডজাস্ট করা যায় না। এতে আছে ছোট আকারের একটি উইন্ডশিল্ড বাইকটিতে কোম্পানির নিজস্ব ডুকাতি কুইক শিফট সিস্টেম সংযোজন করা হয়েছে। এই সিস্টেম দুই দিকে কাজ করে। এছাড়াও থাকছে তিনটি রাইডিং মোড। স্ট্যান্ডার্ড এডিশনেও একই রাইডিং মোড রয়েছে। তবে ‘স্টিলথ’ এডিশনে রয়েছে আপডেটের শাশপেনশান আর কুইক শিফটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App