×

জাতীয়

গোপালপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০১:১৮ পিএম

গোপালপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, উপজেলার হাদিরা ইউনিয়নের ভাদুরীরচর গ্রামের মো. মিজবাহ উদ্দীন অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে জলমহাল থেকে বালু উত্তোলন করছিলেন। এতে পাশের পাকা সড়ক দেবে যাচ্ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে সরজমিন পরিদর্শন করে ড্রেজার মালিক মো. মিসবাহ উদ্দীন আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App