×

মুক্তচিন্তা

এই বাণিজ্য বন্ধ করতেই হবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৮, ০৯:১৩ পিএম

এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার ফরম পূরণ বাবদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত ফি আদায় কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ, সচেতন মহলের উদ্বেগ, শিক্ষা মন্ত্রণালয় ও দুদকের কঠোর নির্দেশ কোনো কিছুই কাজ করছে না। এমনকি হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করে অতিরিক্ত ফি আদায় উদ্বেগজনক। এবার প্রায় ১৫ লক্ষাধিক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। টেস্ট পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশের পরপরই গত ৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ফরম পূরণ। শেষ হবে আগামী ১৪ নভেম্বর। ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সময় পাবে ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতি বছর ফরম পূরণের ফি বোর্ড নির্ধারণ করে থাকে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বিজ্ঞান বিভাগ চতুর্থ বিষয়সহ ফরম পূরণের ফি ১ হাজার ৮০০ টাকা। ব্যবসায় শিক্ষা বিভাগ চতুর্থ বিষয়সহ ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা আর মানবিক বিভাগ চতুর্থ বিষয়সহ ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা। কিন্তু স্কুল ভেদে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ফি নেয়ার দৃষ্টান্ত রয়েছে। অভিভাবকদের অনেকের অভিযোগ, চাহিদামতো অর্থ না দিতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করছেন। বাধ্য হয়ে অধিকাংশ অভিভাবক বাড়তি ফি দিয়ে ফরম পূরণ করছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের জিম্মি করে এই বাড়তি ফি আদায়ের দৌরাত্ম্য চলছে বহুদিন থেকেই। বোর্ড, কেন্দ্র ফির পাশাপাশি কোচিং ফি, মডেল টেস্ট ফি, বার্ষিক পরিবহন ফি, তিন মাসের অগ্রিম বেতন, পিকনিক ফি ইত্যাদি খাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা আদায় করছে। এই প্রবণতা আগে শহরের কিছু নামি-দামি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন এ ব্যাধি ছড়িয়েছে গ্রামগঞ্জ পর্যন্ত। দেশের প্রায় সব অঞ্চল থেকেই বাড়তি ফি আদায়ের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ফরম পূরণে বাড়তি ফি আদায় না করার জন্য হাইকোর্ট একটি রুল জারি করেছে। সেখানে বলা হয়েছে, ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র চেয়ে বেশি নেয়া যাবে না। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। দুদক কর্তৃপক্ষ তাদের অভিযোগ কেন্দ্র ১০৬-এ এবং ই-মেইলের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ জানানোর ব্যবস্থা করলে তাদের কাছে প্রচুর অভিযোগ আসে। অভিযুক্ত স্কুলগুলোকে দুদক মনিটরিং করছে বলে আমরা জেনেছি। আমরা চাই, স্কুলে ভর্তিবাণিজ্য রোধে জোরালো অবস্থান নিয়ে এ সরকার প্রশংসিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ফরম পূরণের বাণিজ্য বন্ধেও তাদের কঠোর হতে হবে। পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারিত হারে স্বতন্ত্রভাবে আদায় নিশ্চিত করতে হবে। এটাকে প্রতিষ্ঠানের কোনো চাঁদা বা ফি’র সঙ্গে মিলিয়ে নেয়া বা শর্তযুক্ত করা যাবে না। এর জন্য মনিটরিং ব্যবস্থা জোরালো করতে হবে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App