×

খেলা

শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ০৮:৫৯ পিএম

শনিবার বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

ফাইল ছবি

সপ্তম বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। দুই গ্রুপে ভাগ করা হয়েছে ১০টি দল।

অংশ নিচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুই দল বাংলাদেশ আর আয়ারল্যান্ড।

তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ভেন্যুগুলো গায়ানা, সেইন্ট লুসিয়া আর এন্টিগা।

গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

৯ নভেম্বর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৪ নভেম্বরে ফাইনাল ম্যাচ দিয়ে।

উদ্বোধনী দিনে প্রথম খেলায় মুখোমুখি হবে গ্রুপ ‘বি’ এর দুই দল ভারত ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় লড়বে একই গ্রুপের পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও এশিয়ার সেরা বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সালমা খাতুন (অধিনায়ক), ফাহিমা খাতুন, ফারজানা হক, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, লতা মন্ডল, নিগার সুলতানা (উইকেট-কিপার), রুমানা আহমেদ, সানজিদা ইসলাম ও পান্না ঘোষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App