×

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০১৮, ০৫:০৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আজ
অপেক্ষার পালা শেষ। আজ থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টিয়েন্টি বিশ^কাপ ক্রিকেট। টুর্নামেন্টটির এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। এটি নারী টি-টোয়েন্টি বিশ^কাপের ষষ্ঠ আসর। এবারের আসরে মোট ১০টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশও। এ নিয়ে তৃতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেল টাইগ্রেসরা। প্রথমদিনে মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে আজ দিনের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। পরের ম্যাচে রাত ২টায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের সমর্থকদের নজর থাকবে মূলত শুক্রবার ভোর ৬টার ম্যাচটির দিকে। কেননা, ম্যাচটিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। নারী টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম আসর বসেছিল ২০০৯ সালে। ওই আসরের আয়োজক ছিল ইংল্যান্ড। আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ইংল্যান্ডের মেয়েরা। ২০১০ সালে বসে টুর্নামেন্টটির দ্বিতীয় আসর। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওই আসরের শিরোপা জিতে অস্ট্রেলিয়া। ওই আসরেও রানার্সআপ হয় কিউই নারীরা। দুই বছর বিরতির পর ২০১২ সালে বসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০১৪ সালে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে বাংলাদেশ। এবারো ফাইনালে ইংল্যান্ডের মেয়েদের হারিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতে নেয় অজি নারীরা। টুর্নামেন্টটির সর্বশেষ আসর বসেছিল ২০১৬ সালে। ভারতে অনুষ্ঠিত ওই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে অজি নারীদের হারিয়ে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ওয়েস্ট ইন্ডিজ। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডসের, ৭৬৮ রান করেছেন তিনি। সবচেয়ে বেশি উইকেট অজি ক্রিকেটার এলিস পেরির, ২৭টি। এ বছর ১০ জাতির অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ছাড়া অন্যদলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে অটোমেটিক চয়েজ হিসেবে আগেই অংশগ্রহণ নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। বাকি দুই দলকে বাছাইপর্বের বাধা পার হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে হয়। চলতি বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বাছাইপর্বে অংশ নেয় বাংলাদেশ, হল্যান্ড, আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও সংযুক্ত আরব আমিরাত। বাছাইপর্বের বাধা পার হয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ড পায় ওয়েস্ট ইন্ডিজের টিকেট। সুযোগ পাওয়া ১০টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপেই রয়েছে ৫টি করে দল। যেখানে ‘এ’ গ্রুপে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবং ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App