×

জাতীয়

তফসিলের আগে দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৮, ১২:৫১ পিএম

তফসিলের আগে দিনক্ষণ চূড়ান্ত করতে বৈঠকে ইসি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বেলা ১১টায় এ বৈঠকে শুরু হয়। তফসিল নিয়ে ইসির ৩৯তম মুলতবি সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন। এর আগে সকাল ১০ টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিব পৌঁছেন কমিশনে। পরবর্তীতে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শাহাদাত হোসেন চৌধুরী কবিতা খানম। চার নির্বাচন কমিশনার একসঙ্গে সিইসির কক্ষে ১১ টার দিকে প্রবেশ করেন। ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান বলেন, মলতবি এ সভায় সিইসির সভাপতিত্বে চার নির্বাচন সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। পরবর্তীতে সিইসির কক্ষে ভাষণ রেকর্ড করা হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত সময়সূচি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সন্ধ্যা ৭টায় তার ওই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে একযোগে সম্প্রচার করা হবে বলে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান। এ দিকে সরেজমিনে দেখা যায়, তফসিল ঘিরে নির্বাচন ভবনের নিরপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে বাড়তি ব্যাটেলিয়ন আনসার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App