×

আন্তর্জাতিক

রাশিদা ও ইলহান মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ১২:১৬ পিএম

রাশিদা ও ইলহান মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো কংগ্রেসের সদস্য হিসেবে জয়ী হয়েছেন দুই মুসলিম নারী। এরা হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব এবং সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর। তারা দু’জনেই ডেমোক্রেট প্রার্থী। ৪২ বছর বয়সী রাশিদা তালিব মিশিগানে ডেমোক্রেট দল থেকে জয়ী হয়েছেন। মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়েছেন ইলহান ওমর। ২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন রাশিদা। তিনি ডেমোক্রেট প্রার্থী হিসেবে কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে লড়াই করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App