×

তথ্যপ্রযুক্তি

বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০৩:৫৩ পিএম

বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে
বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন বাজারে নিয়ে এল মার্কিনি সংস্থা রয়েলই ফ্লেক্সপাই (Royole FlexPai) ৷ মার্কিনি সংস্থা রয়েলই ফ্লেক্সপাই (Royole FlexPai) জানাচ্ছে, এটি পৃথিবীর প্রথম ফোন্ডেবেল স্মার্টফোন ৷ কিন্তু, এটিকে ট্যাবলেট বললেও ভুল বলা হবে না ৷ কারণ, ফোনটির ডিসপ্লে থাকছে ৭.৮ ইঞ্চির ৷ কিন্তু, ফোনটিকে ফোল্ড করার সঙ্গে সঙ্গে সেটির ডিসপ্লেটির সাইজ কমবে ৷ ডিসপ্লেটিকে তৈরি করেছে রয়েলই ৷স্মার্টফোনটিতে থাকছে একটি অ্যামোলেড ডিসপ্লে ৷ স্মার্টফোনটিতে ৬ জিবি/৮ জিবির র‌্যাম থাকছে ৷ ইন্টারনাল স্টোরেজ থাকছে যথাক্রমে ১২৮ জিবি/২৫৬ জিবি৷ আকর্ষণীয় এবং উন্নতমানের ক্যামেরা থাকছে স্মার্টফোনটিতে ৷ ৩৮০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ফার্স্ট চার্জিং সার্পোট ৷মাত্র ৩০ মিনিটেই একেবারে ০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে স্মার্টফোনটি ৷ ইতিমধ্যেই চীনে ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ফোন্ডবেল এই স্মার্টফোনটির দাম থাকছে ১৩০০ ডলার ৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App