×

খেলা

বিদায় নিল মোহামেডান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৮, ০১:০১ পিএম

বিদায় নিল মোহামেডান
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ জামালের পক্ষে গোল করেন বোজাং আর মোহামেডানের হয়ে একটি গোল করেন ল্যান্ডিং ডারবোয়ি। ম্যাচটি ড্র হওয়ার কারণে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল ১০ বারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে দুই নবাগত দল বসুন্ধরা কিংস এবং নোফেল স্পোর্টিং ক্লাব। এ ম্যাচে মাসুক মিয়া জনি এবং আশরাফুল ইসলাম একটি করে গোল করেন। বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সফল দল সেরা আটে উঠার জন্য গতকাল শেখ জামালের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না মোহামেডানের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরুতে অবশ্যই ভালোই খেলছিলেন জাহিদ হাসান এমিলিরা। প্রথমার্ধের ৩৪ মিনিটেই কাক্সিক্ষত গোলের দেখা পায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা দলটি। এ সময়ে গাম্বিয়ান তারকা ল্যান্ডিং ডারবোয়ি গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় শিরোপা প্রত্যাশী মোহামেডান। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে যোসেফ আফুসির শিষ্যরা। সফলতা আসে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই। সাইনে বোজাং গোল করে সমতায় ফেরান তিনবারের চ্যাম্পিয়নদের। পুরো ম্যাচে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। ম্যাচটি ড্র হওয়ায় কপাল পুড়েছে ক্রিস্টোফার ইভান্সের শিষ্যদের। কেননা দিনের প্রথম ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র করেছে বসুন্ধরা কিংস। আর তাতে ৩ ম্যাচে ১ জয় এবং ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে নবাগত দলটি। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বসুন্ধরার সমপরিমাণ পয়েন্ট নিয়ে গ্রæপ রানারআপ হয়েছে শেখ জামাল। আর ৩ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে মোহামেডান। ১ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়েছে নোফেল স্পোর্টিং ক্লাব। ফলে সেরা আটের লড়াইয়ে টিম বিজেএমসির বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। সাইফ স্পোর্টিংয়ের মোকাবেলা করবে শেখ জামাল ধানমিন্ড ক্লাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App