×

জাতীয়

সোনাগাজীতে আবারো সক্রীয় হচ্ছে নাশকতাকারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ০২:০৭ পিএম

সোনাগাজীতে আবারো সক্রীয় হচ্ছে নাশকতাকারীরা
ফেনীর সোনাগাজী উপজেলায় ২০১৩,২০১৪ ও ২০১৫ সালে সরকার পতনের আন্দোলনে ৩ যুবলীগ নেতা (জসিম উদ্দিন, বেলাল হোসেন ও জামশেদ আলম) নিহত ও পুলিশসহ শতাধিক আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী আহত হয়। অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় বাস, মিনি বাস, ট্রাক, অটোরিক্সা, দোকান পাট, দলীয় কার্যালয় এবং বসতঘর। সে সময় পুলিশ ও ক্ষতিগ্রস্তরা বাদি হয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করলে অনেকে কারাবরন করে জামিনে আছে। আবার অনেকে পালিয়ে বেড়াচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত সারাদেশের শীর্ষ নাশকতাকারি তালিকায় রয়েছে সোনাগাজী উপজেলা যুবদল সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি দাউদুল ইসলাম মিনার, সাধারন সম্পাদক খুরশিদ আলম, পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন ভিপি দুলাল, পৌর যুবদল সভাপতি সিরাজুল হক, সাবেক পৌর ছাত্রদল সভাপতি নিজাম উদ্দিন। সোনাগাজী মডেল থানা ও ফেনী আদালত সুত্রে জানা যায়, তাদের সকলের বিরুদ্ধে ১২-১৪টি করে নাশকতার মামলা রয়েছে। আরও জানা যায়, এসব তালিকাভ্ক্তু সন্ত্রাসীদের সহযোগীতায় ওই সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায় এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়ী ঘরে হামলা চালায় সন্ত্রাসীরা। জানা যায়, পৌর সভা এলাকায় উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, কাউন্সিলর মোঃ ইয়াছিন, মজলিশপুর ইউনিয়নে যুবদল নেতা ফারুক হোসেন, বিএনপি নেতা মোঃ শফিক, বগাদানা ইউনিয়নে জেলা যুবদল সহ সভাপতি হাবিবুল্যাহ পারভেজ, সদস্য সুমন, উপজেলা ছাত্রদল যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম সুমন, মঙ্গলকান্দি ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবকদল সহ সভাপতি শহীদুল ইসলাম, যুবদল নেতা পিচ্চি সবুজ, মতিগঞ্জ ইউনিয়নে যুবদল সভাপতি নুর করিম, সাধারন সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, টাইগার বাবুল, চর দরবেশ ইউনিয়নে বিএনপির সাধারন সম্পাদক হুমায়ুন কবির মাসুদ,যুবদল নেতা নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু বক্কর মারুফ, যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, চর ছান্দিয়া ইউনিয়নে যুবদল সাধারন সম্পাদক আবুল কাশেম মাঝি, ছাত্রদল যুগ্ন আহবায়ক পিচ্চি জসিম, যুবদল কর্মী নয়ন, মিয়া সাহেব, সদর ইউনিয়নে স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক বোরহান উদ্দিন, বিএনপি নেতা মাইন খান, মোঃ মাসুদ, আমিরাবাদ ইউনিয়নে যুবদল নেতা বোরহান উদ্দিন, আরিফ হোসেন, মোঃ জিহাদ ছাত্রদল যুগ্ন আহ্বায়ক মো. সোহাগ এবং নবাবপুর ইউনিয়নে জেলা যুবদল নেতা আরিফ হোসেন, ইউনিয়ন যুবদল সভাপতি শামসুদ্দিন ও সাধারন সম্পাদক শাহাবুদ্দিন নাশকতায় নেতৃত্ব দেয়। তাদের বিরুদ্ধে সোনাগাজী থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে। তারা আবারও জাতীয় নির্বাচন এবং সরকার পতনের আন্দোলন উপলক্ষে নিজ নিজ এলাকায় অবস্থান নিচ্ছে। দলীয় নির্দেশনা আসলে আবারো নাশকতা চালাতে পারে। উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, ওই সন্ত্রাসীরা আবারো গোপন বৈঠকের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে, যেকোন প্রকার আন্দোলন, হামলা এবং নাশকতার পরিকল্পনা তাদের থাকতে পারে।সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, নাশকতার মামলায় অনেকে জামিনে আছে, আবার কেউ কেউ পলাতক আছে। পুলিশি অভিযান অব্যহত আছে। তবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শীঘ্রই বিশেষ অভিযান হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App