×

জাতীয়

শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ০১:৪৬ পিএম

শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয় ফান্ডের অর্থ কেলেংকারীসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এই অভিযোগের সাথে জরিত রয়েছেন ওই স্কুলের অফিস সহকারী (কেরানী) বিজয় কুমার মূখার্জি (মিন্টু)। গত ৫ নভেম্বর সোমবার উপজেলার তন্তর ইউনিয়নের রুসদী উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পবিত্র কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু অনিয়ম হয়েছে এটা সত্য। তবে আত্মসাতের ঘটনা ঘটেনি। এসব অনিয়মের মধ্যে যে বিষয় গুলোর সত্যতা তিনি স্বীকার করেছেন, তার মধ্যে বিদ্যালয় ফান্ডের লক্ষাধিক টাকার গড়মিল এবং গ্রাচুইটি ফান্ডের ৫০ হাজার টাকা নগেন্দ্র পাল কল্যাণ ট্রাস্টে স্থানান্তর। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমরা গত ০২ নভেম্বর ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যদের নিয়ে সভা করেছি। খুব শিঘ্রই এর সমাধান করার জন্য অফিস সহকারীকে চাপ দেওয়া হয়েছে। অপরদিকে গ্রাচুইটি ফান্ডের যে টাকা অন্য হিসাবে স্থানান্তর করা হয়েছে, সেটাও আমরা রেজুলেশন করে ফিরিয়ে আনবো। এ বিষয়ে অফিস সহকারী বিজয় কুমার মূখাজিকে একাধিক বার মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খুব শিঘ্রই এসব টাকা বিদ্যালয় ফান্ডে ফেরত দেয়া হবে। শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, আমি এখনি মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App