×

জাতীয়

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৩৭ এএম

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জেএমবি নেতা নিহত
বগুড়া জেলার শিবগঞ্জের পিরব এলাকায় সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে খোরশেদ আলম (৩৮) নামের এক জেএমবি নেতা নিহত হয়েছেন। নিহত খোরশেদ ওরফে মাষ্টার ওরফে সামিল জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ঘোনারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং পুরাতন জেএমবির শীর্ষনেতা বলে জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তিনি আরো জানান, রাত দেড়টার দিকে শিবগঞ্জের টহল পুলিশ পিরব তাতীপুকুর এলাকায় টহলকালে একদল দুর্বৃত্ত পুলিশের উপর হামলা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এরপর দুবৃর্ত্তরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় খোরশেদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কন্সটেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App