×

খেলা

বড় দলগুলোর প্রত্যাশিত জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৫৬ পিএম

বড় দলগুলোর প্রত্যাশিত জয়
ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে রবিবার জয় পেয়েছে প্রায় সবগুলো বড় দলই। লুইস সুয়ারেজের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় রায়ো ভ্যালেকানোকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা এবং রিয়াল ভালাদোলিদের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে গ্ল্যাকটিকোদের হয়ে ১টি করে গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র ও সার্জিও রামোস। রিয়াল ভালাদোলিদকে হারানোর মধ্য দিয়ে লা লিগায় ৫ ম্যাচ পর জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। এ ছাড়া এদিন ইতালিয়ান সিরি আয় কাগলিয়ারিকে ৩-১ গোলে হারিয়েছে জায়ান্ট জুভেন্টাস। ম্যাচটিতে তুরিনের ক্লাবটির হয়ে ১টি করে গোল করেছেন পাওলো দিবালা ও হুয়ান কোয়াদ্রাদো, অন্য গোলটি আত্মঘাতী। তা ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে উইলভারহ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। এ ম্যাচে টটেনহ্যামের হয়ে ১টি করে গোল করেছেন এরিক লামেলা, লুকাস মোরা ও হ্যারি কেন। তবে এদিন ১-১ গোলে ড্র হয়েছে লিভারপুল ও আর্সেনালের মধ্যকার ম্যাচটি। হাইভোল্টেজ এ ম্যাচটিতে আর্সেনালের হয়ে গোল করেছেন ফরোয়ার্ড আলেক্সান্ড্রে লাকাজাত্তে এবং লিভারপুলের হয়ে গোল করেছেন মিডফিল্ডার জেমস মিলনার। বর্তমানে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। এ ছাড়া টটেনহ্যামের অবস্থান টেবিলের চতুর্থ স্থানে এবং পঞ্চম স্থানে আছে আর্সেনাল। ইনজুরির কারণে দলের সেরা তারকা লিওনেল মেসি খেলতে না পারলেও টেবিলের তলানীতে থাকা রায়ো ভ্যালেকানোকে হেসে খেলেই হারাবে বার্সেলোনা এমনই প্রত্যাশা ছিল সমর্থকদের। তবে নিজেদের মাঠে এদিন কোচ আর্নেস্তো ভালভের্দের শিষ্যদের কঠিন পরীক্ষা নিয়েছেন রায়ো ভ্যালেকানোর খেলোয়াড়রা। অবশ্য লুইস সুয়ারেজের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ১১ মিনিটে জর্দি আলবার পাস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন সুয়ারেজ। তার শট স্বাগতিকদের জালে জড়ালে এগিয়ে (১-০) যায় বার্সা। ম্যাচের ৩৫ মিনিটে মিডফিল্ডার হোসে অ্যাঞ্জেল পোজোর গোলে সমতায় (১-১) ফেরে রায়ো ভ্যালেকানো। দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে মিডফিল্ডার আলভারো গার্সিয়া রিভেরার গোলে এগিয়ে (২-১) যায় স্বাগতিকরা। তবে ম্যাচের আসল নাটকীয়তা যেন জমা রাখা হয়েছিল শেষ কয়েক মিনিটের জন্য। রায়ো ভ্যালেকানোর সমর্থকরা যখন জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে জয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তখনই জেরার্ড পিকের কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোল করে বার্সাকে সমতায় (২-২) ফেরান ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। গোলটি আসে ম্যাচের ৮৭ মিনিটে। এর ৩ মিনিট পর রবার্টো সার্জির বাড়ানো পাস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের আলতো ছোঁয়ায় রায়ো ভ্যালেকানোর জালে পাঠিয়ে বার্সেলোনার জয় নিশ্চিত করেন লুইস সুয়ারেজ। শেষ মুহূর্তের এই নাটকীয়তায় ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতে নেয় ভালভের্দের শিষ্যরা। বার্সার মতো আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদের জয়টাও এসেছে ম্যাচের শেষদিকের নাটকীয়তায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App