×

খেলা

গ্রুপসেরা আরামবাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:০২ পিএম

গ্রুপসেরা আরামবাগ
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল দিনের একমাত্র ম্যাচটি ২-২ গোলে ড্র হলে পেনাল্টি শুট-আউটে (৪-২) চিটাগং আবাহনীকে পেছনে ফেলে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় আরামবাগ। ম্যাচে গতবারের রানারআপের পক্ষে একটি করে গোল করেন মাগালান আউয়ালা এবং মামাদো বাহ। অন্যদিকে আরামবাগের হয়ে গোল করেন ইকবাল বাবাখানোভ এবং শাহরিয়ার বাপ্পী। আজ দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়ন। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মোকাবেলা করবে শেখ রাসেল ক্রীড়া চক্র। বাংলাদেশ ফেডারেশন কাপের এবারের আসরে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সেরা আটের জায়গা নিশ্চিত করে চিটাগং আবাহনী এবং আরামবাগ ক্রীড়া সংঘ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তুলনামূলক কম শক্তিশালী রহমতগঞ্জকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারায় গতবারের রানারআপরা। পরের ম্যাচে আরামবাগ ওই রহমতগঞ্জকে ৩-১ গোলে হারালে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় দুদলেরই। তাই গতকাল ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। দিনের একমাত্র ম্যাচে প্রথম দিকে বল নিয়ন্ত্রণ এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চিটাগং। আর ম্যাচে মাত্র ৯ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা। এ সময় আরামবাগের গোলরক্ষক সামনে কিছুটা এগিয়ে আসলে তার মাথার ওপর দিয়ে বল জালে প্রবেশ করান নাইজেরিয়ান ফরোয়ার্ড মাগালান আউয়ালা। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মারুফুল হকের শিষ্যরা। প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা। কিন্তু ফিনিশিং ভালো না হওয়ায় গোলের দেখা পাচ্ছিল না আরামবাগ। উল্টো ম্যাচের ৩৮ মিনিটে আরেকটি গোল খেয়ে বসেন জাহিদ হাসানরা। চিটাগং আবাহনীর পক্ষে এবার গোল করে ব্যবধান ২-০ করেন মামাদো বাহ। প্রথমার্ধের যোগ করা সময়ে আক্রমণে ওঠা আরামবাগের ফুটবলারকে ডি-বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় মারুফুল হকের দল। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান তাজিকিস্তানি ডিফেন্ডার ইকবাল বাবাখানোভ। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে আরামবাগ। ম্যাচের ৮৪ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে থেকে বা পায়ের নেয়া দুর্দান্ত এক শটে গোল করেন আরামবাগের মিডফিল্ডার শাহরিয়ার বাপ্পী। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল। টাইব্রেকারে ৪-২ গোলে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় আরামবাগ। ফলে কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের রানারআপের বিপক্ষে আরামবাগ এবং চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে চিটাগং। ‘সি’ গ্রুপে ঢাকা আবাহনী এবং শেখ রাসেল সেরা আটে জায়গা নিশ্চিত করেছে। আজ তারা গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App