×

জাতীয়

সোহরাওয়ার্দীতে আজ শোকরানা মাহফিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ১০:৩১ এএম

সোহরাওয়ার্দীতে আজ শোকরানা মাহফিল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ রবিবার সকাল ১০টায় ‘শোকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশের কওমি মাদ্রাসার কয়েক লাখ লোক এ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমান দেয়ায় এই শোকরানা মাহফিলের আয়োজন করেছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।’ এদিকে এ মাহফিলের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘœ ঘটার আশঙ্কা থাকায় চলমান জেএসসি ও জেডিসির রবিবারের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এ দিনের নির্ধারিত বিষয়ের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায়। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, কওমি আলেমদের শোকরানা মাহফিল উপলক্ষে সারাদেশ থেকে কওমি মাদ্রাসার সঙ্গে যুক্ত কয়েক লাখ মানুষ রাজধানীতে সমবেত হতে পারেন। এজন্য সোহরাওয়ার্দী উদ্যানের এ অনুষ্ঠানকে ঘিরে আজ রাজধানীতে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়াও অনুষ্ঠানে যারা আসবেন তাদের ট্রাফিক ব্যবস্থা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিরা কোনো প্রকার হ্যান্ডব্যাগ, ট্রলি ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। গত শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App