×

খেলা

সেমিফাইনালে ফেদেরার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৩:০১ পিএম

সেমিফাইনালে ফেদেরার
আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে অবস্থান করছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে জাপানিজ তারকা কেই নিশিকোরিকে ৬-৪ এবং ৬-৪ সেটে হারিয়ে সেরা চারে জায়গা করে নিয়েছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ফেদেরার। ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। সদ্য শেষ হওয়া সুইস ইনডোর টুর্নামেন্টে শিরোপা জিতেছেন রজার ফেদেরার। শিরোপা নির্ধারণী ম্যাচে রোমানিয়ান তারকা ম্যারিয়াস কোপিলকে ৭-৬ (৭-৫) এবং ৬-৪ সেটে হারিয়েছেন তিনি। সুইস ইনডোরের পর প্যারিস মাস্টার্সে এসেও বাজিমাত করছেন ২০ বারের গ্রান্ডস্ল্যাম জয়ী তারকা। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ ছিল জাপানের জনপ্রিয় টেনিসার কেই নিশিকোরি। তবে ৩৭ বছর বয়সী তারকার বিপক্ষে পাত্তাই পাননি তিনি। টেনিস র‌্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা তারকার বিপক্ষে প্রথম সেটে ৬-৪ গেমে জিতে লিড নেন ফেদেরার। দ্বিতীয় সেটে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠেন নিশিকোরি। কিন্তু ফলাফল অভিন্ন। আবারো ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতলে জয় নিশ্চিত হয় ফেদেরারের। সেমিফাইনালে তার প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা টেনিস তারকা নোভাক জকোভিচ। সেরা আটের লড়াইয়ে ম্যারিন ক্লিককে হারিয়েছেন তিনি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের বিপক্ষে ৬-৪ গেমে জয় পায় ক্রোয়েশিয়ান তারকা ক্লিক। দ্বিতীয় সেটে ৬-২ গেমে জিতে সমতায় ফেরেন সার্বিয়ান তারকা। জয় নির্ধারণী তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি হাসেন জকোভিচ। র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা ম্যারিন ক্লিককে এবার ৬-৩ গেমে হারান টেনিস র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা নোভাক জকোভিচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App