×

আন্তর্জাতিক

ফ্রান্সের সঙ্গেই থাকতে চায় নিউ ক্যালেডোনিয়া

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৮:০৩ পিএম

ফ্রান্সের সঙ্গেই থাকতে চায় নিউ ক্যালেডোনিয়া
ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপপুঞ্জ নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতা চায় না বলে ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছে অঞ্চলটি বাসিন্দারা। রবিবার ফ্রান্সের শাসন থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন দেশ হওয়া প্রশ্নে এই ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে বলে বিবিসির জানায়। অধিকাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, ৫৬.৮ শতাংশ ভোটার ফ্রান্সের সঙ্গেই থাকতে চেয়েছেন। ভোট দানের হার ৮০ শতাংশ। ১৯৮৮ সালের চুক্তি অনুযায়ী এ অঞ্চলের নাগরিকদের ভোট প্রদানের অধিকার রয়েছে। এই ভোটের মাধ্যমে এই অঞ্চলটির স্বাধীনতার প্রশ্নে সহিংস বিক্ষোভের সমাপ্তি ঘটল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ভোটের ফলাফলে বুঝা যাচ্ছে ফ্রান্সের প্রতি তাদের আস্থা রয়েছে। বিশ্বব্যাপী বিচ্ছিন্ন থাকা ফ্রান্সের অনেকগুলো ভূখণ্ডের মধ্যে এটি অন্যতম। ফ্রান্সের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৮ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়া নিকেল ধাতুর জন্য খুবই পরিচিত। বিশ্বের মোট নিকেল সরবরাহের এক চতুর্থাংশ এখান থেকে সরবরাহ করা হয়। বৈদ্যুতিক যন্ত্রাংশ তৈরিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া কৌশলগত দিক থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সের অবস্থানের ক্ষেত্রে ভূখন্ডটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App